নামাজ আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল [সুতরাহ] করিবে

নামাজ আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল [সুতরাহ] করিবে

নামাজ আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল [সুতরাহ] করিবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৫০. অধ্যায়ঃ নামাজ আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল [সুতরাহ্‌ নির্ধারণ] করিবে

১০২৪

আবু যার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায়, সে যেন হাওদার খুঁটির ন্যায় একটি কাঠি তার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সে তার সামনে হাওদার পিছনের খুঁটির ন্যায় একটি কাঠি দাঁড় না করায়- এমতাবস্থায় তার সামনে দিয়ে গাধা, মহিলা এবং কালো কুকুর চলাচল করলে তার নামাজ নষ্ট হয়ে যাবে।

{আবদুল্লাহ ইবনি সামিত [রাদি.] বলেন} : আমি বললাম, হে আবু যার [রাদি.] ! কালো কুকুরের কি অপরাধ, অথচ লাল ও হলুদ বর্ণের কুকুরও তো রয়েছে? তিনি বলিলেন, হে ভাতিজা! তুমি আমাকে যে প্রশ্ন করেছ, আমিও রসূলুল্লাহ [সাঃআঃ] -কে এ রকম প্রশ্ন করেছিলাম। তিনি উত্তরে বলেছেনঃ কালো কুকুর হলো একটি শাইতান। [ইসলামিক ফাউন্ডেশন- ১০১৮, ইসলামিক সেন্টার- ১০২৯]

১০২৫

হমায়দ ইবনি হিলাল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি ইউনুস কর্তৃক বর্ণিত হাদীসের অবিকল হাদীস রিওয়ায়াত করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১০১৯, ইসলামিক সেন্টার- ১০২৯]

১০২৬

আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ নামাজ আদায়কারীর সামনে দিয়ে নারী, গাধা এবং কুকুরের চলাচল নামাজ নষ্ট করে দেয়। নামাজ আদায়কারীর সামনে হাওদার পিছনের খুঁটির ন্যায় কিছু [সুতরাহ্‌] থাকলে নামাজ নষ্ট হয় না। [ইসলামিক ফাউন্ডেশন- ১০২০, ইসলামিক সেন্টার- ১০৩০]


Posted

in

by

Comments

One response to “নামাজ আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল [সুতরাহ] করিবে”

Leave a Reply