নামাজে কঙ্কর সরানো এবং মাটি সমান করা মাকরূহ
নামাজে কঙ্কর সরানো এবং মাটি সমান করা মাকরূহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১২. অধ্যায়ঃ নামাজে কঙ্কর সরানো এবং মাটি সমান করা মাকরূহ
১১০৬. মুআয়ক্বীব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, মাসজিদের মধ্যে অর্থাৎ- নামাজরত অবস্থায় পাথর-টুকরা সরানো সম্পর্কে নবী [সাঃআঃ] আলোচনা করিলেন। তিনি [সাঃআঃ] বললেনঃ যদি তোমাকে এরুপ [পাথর-টুকরা সরানোর কাজ] করিতেই হয়, তাহলে একবার মাত্র করিতে পার।
[ইসলামিক ফাউন্ডেশন- ১১০০, ইসলামিক সেন্টার- ১১০৮]
১১০৭. মুআয়ক্বীব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, অন্যান্যদের নামাজরত অবস্থায় পাথর টুকরা সরানো সম্পর্কে নবী [সাঃআঃ] কে জিজ্ঞেস করছিলেন। জবাবে নবী [সাঃআঃ] বলছিলেনঃ একবার মাত্র সরাতে পার।
[ইসলামিক ফাউন্ডেশন- ১১০১, ই.সে ১১০৯]
১১০৮. হিশাম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
একই সানাদে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে এ সানাদে বলা হয়েছে যে, আমার নিকট মুআইক্বীব বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ১১০২, ই.সে ১১১০]
১১০৯. মুআয়ক্বীব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
[তিনি বলেছেন] রাসুল্লাহ [সাঃআঃ] জনৈক ব্যক্তিকে নামাজরত অবস্থায় সাজদার জায়গায় [থেকে পাথর-টুকরা ইত্যাদি সরিয়ে] সমান করিতে দেখে বললেনঃ তোমাকে যদি এরুপ [পাথর-টুকরা ইত্যাদি সরিয়ে সাজদার জায়গায় সমান] করিতেই হয় তাহলে মাত্র একবারের জন্য করিতে পার।
[ইসলামিক ফাউন্ডেশন- ১১০২, ই.সে ১১১১]