নামাজের ফরজ বাহিরে ৭ টি
১. শরীর পাক
২. কাপড় পাক
৩. জায়গা পাক
৪. সতর ঢাকা
৫. কিবলামুখী হওয়া
৬.ওয়াক্ত মতো নামাজ পড়া
৭. নামাজের নিয়ত করা
নামাজের ফরজ ভেতরে ৬ টি
১. তাকবিরে তাহরিমা
২. দাঁড়িয়ে পড়া বা কিয়াম করা
৩. কিরাত পড়া
৪. রুকু করা
৫. দুই সিজদা করা
৬. শেষ বৈঠকে বসা
শরীর পাক
(সুরা মায়িদা,আয়াত ৬; তিরমিজি,হাদিস : ১,৩ হাদিসটি হাসান )
কাপড় পাক
( সুরা মুদ্দাসসির, আয়াত ৪; তিরমিজি, হাদিস : ১,৩ হাসান )
জায়গা পাক
( সুরা বাকারা, আয়াত : ১২৫; তিরমিজি, হাদিস : ১,৩ হাসান )
সতর ঢাকা
( অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা,দুই হাত কব্জি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা ) হলো সতর। মনে রাখা আবশ্যক,পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত)। ( সুরা আরাফ, আয়াত ৩১; সুরা নূর, আয়াত ৩১; আবু দাউদ,হাদিস : ৪৯৬-হাসান, মুসনাদে আহমাদ,হাদিস : ৬৭৫৬ -হাসান,তিরমিজি ১/২২২,হাদিস : ১১৭৩,৩৭৭-সহিহ, আবু দাউদ ১/৯৪,হাদিস: ৬৪১-সহিহ, ২/৫৬৭,হাদিস : ৪১০৪ )
কিবলামুখী হওয়া
( সুরা বাকারা, আয়াত ১৪৪; বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১ )
ওয়াক্ত মতো নামাজ পড়া
( সুরা নিসা, আয়াত : ১০৩; বুখারি ১/৭৫, হাদিস : ৫২১ )
নামাজের নিয়ত করা
( বুখারি ১/২, হাদিস : ১ )
তাকবিরে তাহরিমা
আল্লাহ বলেন
তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
সুরা মুদদাসসির : আয়াত ৩
বুখারি ১/১০১, হাদিস : ৮৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১, ৪১২ )
দাঁড়িয়ে পড়া বা কিয়াম করা
আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে।
( সুরা বাকারা,আয়াত ২৩৮; বুখারি ১/১৫০, হাদিস : ১১১৭, তিরমিজি ১/৬৬, হাদিস : ৩০৪
কিরাত পড়া
আল্লাহ বলেন- তোমরা কুরআন থেকে যতটুকু সহজ হয়, ততটুকু পড়। ( অর্থাৎ কোরআন শরিফ থেকে ন্যূনতম ছোট ৩ আয়াত ও বড় ১ আয়াত পরিমাণ পড়া ফরজ)। ( সুরা মুজ্জাম্মিল,আয়াত ২০;বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১, তিরমিজি ১/৬৬, ৬৭, হাদিস : ৩০২, ৩০৩ (হাদিসটি সহিহ )
রুকু করা
আল্লাহ বলেন-তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু কর। (সুরা বাক্বারা : আয়াত ৪৩)
( সুরা হজ, আয়াত ৭৭; বুখারি ১/১৫০,হাদিস : ১১১৩, ১১১৪, মুসলিম ১/১৭৭, হাদিস : ৪১২ )
দুই সিজদা করা
আল্লাহ বলেন- হে ঈমানদারগণ! তোমরা রুকু কর এবং সিজদা কর। (সুরা হজ : আয়াত ৭৭)
( সুরা হজ, আয়াত ৭৭; বুখারি ১/১০১,হাদিস : ৭৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১ )।
শেষ বৈঠকে বসা
আবু দাউদ : ১/১৩৯, হাদিস : ৯৭০ (সহিহ)।