২২০: নতুন চাঁদ দেখলে যা বলিতে হয় -রিয়াদুছ সালেহিন
২২০: নতুন চাঁদ দেখলে যা বলিতে হয় -রিয়াদুছ সালেহিন >> রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন
পরিচ্ছেদ – ২২০: নতুন চাঁদ দেখলে যা বলিতে হয়
1/1236 عَن طَلحَةَ بنِ عُبَيدِ اللهِ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الهلاَلَ، قَالَ: «اَللهم أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ، هِلالُ رُشْدٍ وخَيْرٍ» . رواه الترمذي، وقال :حديث حسن
১/১২৩৬। ত্বালহা ইবনি উবাইদুল্লাহ রাঃআঃ হইতে বর্ণিত, নবী সাঃআঃ যখন নতুন চাঁদ দেখিতেন তখন এই দো‘আ পড়তেন,
“আল্লা-হুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি অলঈমা-নি অসসালা-মাতি অলইসলা-ম, রাববী অরাববুকাল্লা-হ, [হিলালু রুশদিন অখায়র]।”
অর্থ- হে আল্লাহ! তুমি ঐ চাঁদকে আমাদের উপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে। [হে চাঁদ] আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। [হেদায়েত ও কল্যাণময় চাঁদ!] [তিরমিযী-হাসান, কিন্তু বন্ধনী-ঘেরা শব্দগুলি তিরমিযীতে নেই।][1]
[1] তিরতিযী ৩৪৫১, আহমাদ ১৪০০, দারেমী ১৬৮৮