যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়
যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয় >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৩. অধ্যায়ঃ নবি [সাঃআ:]-এর উক্তিঃ “যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়”
১৮৪
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃআ:] বলেছেন, “যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করিবে সে আমাদের দলভুক্ত নয় আর যে ব্যক্তি আমাদের ধোঁকা দিবে সেও আমাদের দলভুক্ত নয়” [ই.ফা. ১৮৫; ই.সে. ১৯১]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৮৫
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
একদা রসুলুল্লাহ [সাঃআ:] খাদ্য শস্যের একটি স্তুপের পাশ দিয়ে অতিক্রম করিলেন। তিনি স্তুপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন ফলে হাতের আঙল গুলো ভিজে গেল। তিনি বলিলেন হে স্তুপের মালিক! এ কি ব্যাপার? লোকটি বলিল, হে আল্লাহর রসূল! এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বলিলেন, সেগুলো তুমি স্তুপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারতো। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, আমার সাথে তার কোন সম্পর্ক নেই। [ই.ফা. ১৮৬; ই.সে. ১৯২]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস