দুআকারীর দুআ গৃহীত হয়; যদি সে তাড়াহুড়া না করে বলে,
দুআকারীর দুআ গৃহীত হয়; যদি সে তাড়াহুড়া না করে বলে, >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৫. অধ্যায়ঃ দুআকারীর দুআ গৃহীত হয়; যদি সে তাড়াহুড়া না করে বলে, “আমি দুআ করলাম কিন্তু গৃহীত হলো না”- তার বর্ণনা
৬৮২৭ : আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কারো দুআ তখনই গৃহীত হয় যখন সে তাড়াহুড়া না করে। [তাড়াতাড়ি করে দুআ করার পর] সে তো বলিতে থাকে, আমি দুআ করলাম; অথচ তিনি আমার দুআ গৃহীত হল না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮৩, ইসলামিক সেন্টার- ৬৭৩৮]
৬৮২৮ : আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কারো দুআ তখনই গৃহীত হয় যখন সে তাড়াহুড়া না করে। সে বলিতে থাকে, আমি আমার প্রভুকে আহবান করলাম আর তিনি আমার আহ্বানে সাড়া দেয়া হল না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮৪, ইসলামিক সেন্টার- ৬৭৩৯]
৬৮২৯ : আবু হুরাইরাহ্ [রাদি.]-এর সানাদে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
তিনি বলেছেন, বান্দার দুআ সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার জন্য দুআ করে এবং [দুআয়] তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! [দুআয়] তাড়াহুড়া করা কি? তিনি বলিলেন, সে বলিতে থাকে, আমি তো দুআ করেছি, আমি দুআ তো করেছি; কিন্তু আমি দেখিতে পেলাম না যে, তিনি আমার দুআ কবূল করিয়াছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে, আর দুআ করা পরিত্যাগ করে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮৫, ইসলামিক সেন্টার- ৬৭৪০]