শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম
শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৬. অধ্যায়ঃ শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম
৩৭১৬
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেনঃ কোন শহরবাসী পল্লীবাসীর পক্ষ হয়ে বিক্রি করিবে না।
আর যুহায়র বলেন, নবী [সাঃআঃ] কোন শহরবাসীকে পল্লীবাসীর পক্ষে দালালী করে বিক্রি করিতে বারণ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৬৮২, ইসলামিক সেন্টার- ৩৬৮২]
৩৭১৭
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ রসূলুল্লাহ [সাঃআঃ] এগিয়ে গিয়ে পণ্যবহনকারী কাফিলার সাথে মিলিত হইতে এবং শহরবাসীকে পল্লীবাসীর পক্ষ হয়ে বিক্রি করিতে নিষেধ করিয়াছেন।
বর্ণনাকারী [তাউস] বলেনঃ আমি ইবনি আব্বাসকে জিজ্ঞেস করলাম, শহরবাসী পলীবাসীর পক্ষ হয়ে বিক্রি করার মানে কী? তিনি বললেনঃ সে তার দালালী করিবে না। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৬৮৩, ইসলামিক সেন্টার- ৩৬৮৩]
৩৭১৮
জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ শহরের লোক গ্রামের লোকের পক্ষ হয়ে বিক্রয় করিতে পারবে না। লোকদের একজনের দ্বারা অপরজনের রিয্কের যে ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন সে ব্যবস্থা চালু থাকতে দাও। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৬৮৪, ইসলামিক সেন্টার- ৩৬৮৪]
৩৭১৯
জাবির [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
জাবির [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] থেকে এরূপ বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৬৮৫, ইসলামিক সেন্টার- ৩৬৮৫]
৩৭২০
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আমাদেরকে এমনটি নিষেধ করা হয়েছে, গ্রামের লোকের পক্ষ হয়ে শহরের লোকেরা যেন বিক্রয় না করে, সে ভাই বা পিতাই হোক না কেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৬৮৬,ইসলামিক সেন্টার- ৩৬৮৬]
৩৭২১
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আমাদেরকে নিষেধ করা হয়েছে যে, শহরের লোক যেন গ্রামের লোকের পক্ষ হয়ে বিক্রয় না করে। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৬৮৭, ইসলামিক সেন্টার- ৩৬৮৭]
মাসআলাটি একটি উদাহরণ তথা সূরতে মাসআলা দ্বারা বুঝিয়ে দিলে উপকৃত হতাম।