দাজ্জালের অলেৌকিকত্ব আল্লাহর নিকট অধিক সহজ

দাজ্জালের অলেৌকিকত্ব আল্লাহর নিকট অধিক সহজ

দাজ্জালের অলেৌকিকত্ব আল্লাহর নিকট অধিক সহজ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২২. অধ্যায়ঃ দাজ্জালের অলেৌকিকত্ব আল্লাহর নিকট অধিক সহজ

৭২৬৮. মুগীরাহ্ ইবনি শুবাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, দাজ্জালের ব্যাপারে রসূলুল্লাহ [সাঃআঃ]-কে আমার চেয়ে এতো বেশী আর কেউ জিজ্ঞেস করেনি। তিনি বলেছেন: তোমার কাছে যেটা পীড়াদায়ক তা তোমার কোন ক্ষতিসাধন করিতে সক্ষম হইবে না। জবাবে আমি বললাম, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! লোকেরা বলাবলি করছে যে, তার সাথে খাদ্য এবং পানির ঝর্ণা থাকিবে। তখন নবী [সাঃআঃ] বললেনঃএটা তো আল্লাহর কাছে তার চেয়েও অনেক সহজ।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১১১, ইসলামিক সেন্টার- ৭১৬৫]

৭২৬৯. মুগীরাহ্ ইবনি শুবাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, দাজ্জালের ব্যাপারে নবী [সাঃআঃ]-এর কাছে আমার চেয়ে বেশী আর কেউ জিজ্ঞেস করেনি। আর তিনি আমাকে বলেছেন, তোমার কি প্রশ্ন? তিনি বলেন, জবাবে আমি বললাম, লোকেরা কথোপকথন করছে যে, তার সাথে রুটি ও গোশতের পর্বত এবং পানির ঝর্ণা থাকিবে। তখন নবী [সাঃআঃ] বললেনঃএটা তো আল্লাহর কাছে তার তুলনায় সহজ।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১১২, ইসলামিক সেন্টার- ৭১৬৬]

৭২৭০. আবু বাকর ইবনি আবু শাইবাহ, ইবনি নুমায়র, ইসহাক্ ইবনি ইবরাহীম, ইবনি আবু উমর, আবু বাকর ইবনি শাইবাহ্, মুহাম্মাদ ইবনি রাফি, ইসমাঈল [রহ] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ

ইবরাহীম ইবনি হুমায়দ-এর অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন। তবে ইয়াযীদ-এর হাদীসে এ কথা বর্ধিত রয়েছে যে, অত:পর তিনি আমাকে বলিলেন, হে প্রিয় বৎস!

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১১৩, ইসলামিক সেন্টার- ৭১৬৭]

By ইমাম মুসলিম

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply