তিরন্দাযীর ফযীলত এবং এতে উৎসাহ প্রদান
তিরন্দাযীর ফযীলত এবং এতে উৎসাহ প্রদান >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫২. অধ্যায়ঃ তিরন্দাযীর ফযীলত এবং এতে উৎসাহ প্রদান এবং তা শিক্ষা করে ভুলে যাওয়ার নিন্দা
৪৮৪০
উকবা ইবন আমির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] কে মিম্বারের উপর আসীন অবস্থায় আমি বলিতে শুনেছি, আল্লাহ্ তাআলার বাণী
وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ
“এবং তোমরা তাদের মুকাবিলায় শক্তি সঞ্চয় করে রাখো। ” জেনে রাখো, এ শক্তি হচ্ছে তীরন্দায়ী, জেনে রাখো শক্তি হচ্ছে তীরন্দায়ী, জেনে রাখো শক্তি হচ্ছে তীরন্দায়ী।
৪৮৪১
উকবা ইবন আমির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] -কে আমি বলিতে শুনেছি, অচিরেই অনেক ভূ-খণ্ড তোমাদের পদানত হইবে। আর শক্রদের মুকবিলায় আল্লাহই তোমাদের জন্যে যথেষ্ট হইবেন। তোমাদের কোন ব্যক্তি যেন তীর দ্বারা খেলার [তীরন্দায়ীর] অভ্যাস ত্যাগ না করে।
৪৮৪২
উকবা ইবন আমির [রাদি.] হইতে বর্ণীতঃ
উকবা ইব্ন আমির [রাদি.] এর বরাতে নবী [সাঃআঃ] থেকে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন।
৪৮৪৩
ফুকায়ম লাখমী [রাদি.] হইতে বর্ণীতঃ
উকবা ইব্ন আমির [রাদি.]-কে বলিলেন, এই দুই লক্ষ্যস্থলের মধ্যে বারবার আনাগোনা করা এই বৃদ্ধ বয়সে নিশ্চয়ই আপনার জন্য কষ্টকর হয়ে থাকিবে। তিনি বলিলেন, আমি যদি একটি কথা রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট থেকে না শুনতাম, তবে এ কষ্ট করতাম না। রাবী হারিছ বলেন, আমি ইব্ন শামাসাহ [রাদি.]-কে জিজ্ঞাসা করলাম, সে কথাটি কি? তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন, যে ব্যক্তি তীর পরিচালনা শিখলো তারপর তার অভ্যাস ছেড়ে দিল সে আমাদের [উম্মতের দলভুক্ত] নয়। অথবা তিনি বলেছেন, সে পাপ করলো।