তিন মসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না
তিন মসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৯৫. অধ্যায়ঃ তিন মসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না
৩২৭৫
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেন, উটের পিঠে হাওদা আটাঁ যাবে না [সফর করা যাবে না] তিনটি মসজিদ ব্যতীতঃ এ মসজিদ, মাসজিদুল হারাম ও মাসজিদুল আক্বসা। [ইসলামিক ফাউন্ডেশন- ৩২৫০, ইসলামিক সেন্টার- ৩২৪৭]
৩২৭৬
যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে নবী [সাঃআঃ]-এর কথা এভাবে শুরু হয়েছেঃ “তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে।” [ইসলামিক ফাউন্ডেশন- ৩২৫১, ইসলামিক সেন্টার- ৩২৪৮]
৩২৭৭
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কেবলমাত্র তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবেঃ কাবাহ মসজিদ, আমার এ মসজিদ এবং ঈলিয়ার মসজিদ [বায়তুল মুকাদ্দাস] [ইসলামিক ফাউন্ডেশন- ৩২৫২, ইসলামিক সেন্টার- ৩২৪৯]