তাহাবী শরীফ
তাহাবী শরীফ
মূলঃ ইমাম আবূ জাফর আহমদ ইবন মুহাম্মদ আল মিসরী আত তাহাবী তার নাম -আহমদ , পিতার নাম -মুহাম্মদ , দাদার নাম- সালামা , উপনাম- আবু জাফর। নিসবতী নাম তাহাবী , আযদী , হাজরী , মিসরী।
অনুবাদঃ মাওলানা জাকির হুসাইন (১ম-৩য় খন্ড), মাওলানা সিদ্দিকুর রহমান (৩য় খন্ড), মাওলানা আবু মুহাম্মদ আবু তাহের (৩য় খন্ড)
প্রকাশনায়ঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
সূচীপত্র
প্রকাশনী | মুল্য |
---|---|
সমকালীন প্রকাশন | ১৬৫ |
মাকতাবাতুস সুন্নাহ | ২০ |
মাকতাবাতুস সুন্নাহঃ লেখক : ইমাম আবু জাফর আহম্মদ অত-তাহাবী র. , প্রকাশনী : (মাদরাসা মার্কেট), বিষয় : ঈমান ও আকীদা, কভার : পেপার ব্যাক
সমকালীন প্রকাশনঃ আকিদাতুত ত্বাহাবি (সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাগ্রন্থ), লেখক : ড. মুহাম্মাদ ইবনু আব্দির রহমান আল-খুমাইস, বিষয় : আকীদা, অনুবাদক : উস্তায রিফাত মাহমুদ
সম্পাদক : মুওয়াফফিকা বিনতে আব্দুল্লাহ, মুফতি আবুল হাসানাত কাসিম, মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2021, ভাষা : বাংলা
ইমাম আবু জাফর তাহাবীঃ ইমাম আবু জাফর তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) ছিলেন একজন হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচু মানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই ইমাম আবু জাফর তাহাবী কে (রহমাতুল্লাহি আলাইহি) হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন তাই তাহাঁকে ‘তাহাবী’ বলা হয়। তাঁর সংকলিত হাদীস ও হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ শারহু মাআনিল আসার তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ।
ভুমিকাঃ মানবজীবনে আহকাম বিষয়ক হাদীস গুলোকে এখানে একত্রিত করা হয়েছে। গ্রন্থটি বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে ‘নাসিখ’ মানসূখ, বিশেষজ্ঞ আলিম-মনীষীদের ব্যাখ্যা সন্নিবেশীত। শরীআহর বিভিন্ন বিধান সম্পর্কে ইমাম তাহাবীর মতামত এটাতে বিস্তারিত আলোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন আলিমদের মতগুলো এখানে উল্লেখ করা হয়েছে।
জন্মঃ আল্লাহর দীনের এ মহান খাদেম ২২৯ হিজরী সন মােতাবেক ৮৫১ খ্রিস্টাব্দে মিসরের গুরুত্বপূর্ণ জনপদ তাহা নামক গ্রামে জন্মগ্রহণ করেন ।
শৈশবকালঃ যিনি বড় হয়ে দীনের ঝাণ্ডাবাহী হবেন শৈশবকালেই সে নিদর্শন তাঁর জীবনে পরিলক্ষিত হয়েছে । শৈশবকালে তিনি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন । তিনি কখনাে পাপাচার বা গর্হিত কাজের সাথে জড়িত ছিলেন না । জ্ঞানের প্রতি অসীম আগ্রহ তার জীবনের শুরুতেই দৃষ্টিগােচর হয় ।
শিক্ষাজীবনঃ তাঁর শিক্ষা জীবনের হাতেখড়ি হয় তারই মামা আবু ইবরাহীম ইসমাঈল ইবনু ইয়াহইয়া মুযানী (রহমাতুল্লাহি আলাইহি) এর নিকট । মুযানী ছিলেন শাফেয়ী মাযহাবের একনিষ্ঠ অনুসারী এবং তৎকালীন একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ । তিনি তখন মিসরে অবস্থান করতেন । ইমাম আবু জাফর তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) ইলমে দীন শিক্ষালাভের উদ্দেশ্যে আবাসস্থল ত্যাগ করে মিসরে চলে আসেন এবং জ্ঞান সাধনায় আত্মনিয়ােগ করেন । তিনি সেখানে মিসরের বিচারপতি আহমদ ইবনু আবু ইমরান হানাফী (রহমাতুল্লাহি আলাইহি) এর সংস্পর্শে আসেন এবং তার নিকট হানাফী ফিকহ অধ্যয়ন সুরু করেন । তিনি ইরাকী ফিকহের ওপর গবেষণা করেন এবং শেষ পর্যন্ত হানাফী ফিকহের চর্চা ও গবেষণায় নিজের জীবন উৎসর্গ করেন । অতঃপর মিসর থেকে তিনি সিরিয়ায় চলে আসেন এবং সেখানকার বিশিষ্ট ফকীহ আবু হাযেম আবদুল হামীদ (রহমাতুল্লাহি আলাইহি) – এর নিকট ফিকহে হানাফী অধ্যয়ন করেন । এভাবে তিনি ফিকহের বিশাল জ্ঞান ভাণ্ডার আয়ত্ত করেন ।
ইমাম আবু জাফর আহমদ ইবনু মুহাম্মদ তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) ছিলেন বিস্ময়কর প্রাতভার অধিকারী এক কালজয়ী মহাপুরুষ । তার ব্যক্তিত্ব আর অতুলনীয় । পাণ্ডিত্যের কারণে বিশ্ববাসীর কাচে তিনি বিশেষ মর্যাদার আসন দখল করে আছেন । তার আচত গ্রন্থাবলি যুগে যুগে জ্ঞানপিপাসুদের তপ্ত করবে । বিশেষ করে তার রচিত شرح معاني الآثار গ্রন্থটি হানাফী মাযহাবকে সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।
জ্ঞান অর্জনে বিদেশ সফরঃ নিজ দেশের প্রায় সকল পণ্ডিতের কাছ থেকে জ্ঞানার্জন । শেষে ইমাম আবু জাফর তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) জ্ঞান অর্জনে বিদেশ সফর করেন । তিনি হিজরী ২৬৮ সনে প্রথমে সিরিয়া সফর করেন । এরপর ইলমে হাদীস ও ইলমে ফিকহ অর্জনের জন্য পর্যায়ক্রমে দামেশক, বায়তুল মুকাদ্দাস , ও আসকালানসহ পৃথিবীর বহুদেশ সফর করেন ।
তাঁর শিক্ষকবৃন্দঃ তিনি হাদীস , তাফসীর , আরবি সাহিত্য , ফিকহ, নাহু সরফ , খালাত ও মানতিক ইত্যাদি বিষয়ে অসংখ্য শিক্ষকের নিকট জ্ঞানার্জন করেছেন । তাঁর শিক্ষকগণের মধ্যে উল্লেখযােগ্য কয়েকজন হচ্ছেন-
- ইবরাহীম ইবনু আবু দাউদ বালাসী ।
- ইসহাক ইবনু ইবরাহীম ।
- ইবরাহীম ইবনু মারযুক বসরী ।
- আহমদ ইবইবনু নে সাঈদ ফাহরী ।
- ইবরাহীম ইবনু মানকাদ খাওলানী ।
- আবু বশীর আহমদ দুলাবী ।
- ইবরাহীম ইবনু মুহাম্মদ ।
- ইসহাক ইবনু হাসান ।
- বাহার ইবনু নসর আওলানী ।
- আহমদ ইবনু সাহল রায় ।
- বাকার ইবনু কুতাইবা ।
- আহমদ ইবনু আসরাম মুযানী ।
- আহমদ ইবনু কাসেম কুফী ।
- ইসমাঈল ইবনু ইয়াহইয়া মুযানী ।
- আহমদ ইবনু দাউদ সাদুসী ।
- মুহাম্মদ ইবনু সালামা তাহাবী (র)
- আহমদ ইবনু মাসউদ মাকদাসী প্রমুখ।
তার ছাত্রবৃন্দঃ তাঁর শিক্ষকগণের সংখ্যা যেমন অসংখ্য , তেমনি তাঁর ছাত্রের সংখ্যাও অনেক । যেসব ছাত্র তাঁর নিকট থেকে ইলমে দীন অর্জন করেছেন তাদের মধ্যে উল্লেখযােগ্য কয়েকজন হচ্ছেন-
- আবু মুহাম্মদ আবদুল আযীয ইবনু মুহাম্মদ আত তামিমী ।
- আহমদ ইবনে কাসেম ইবনু আবদুল্লাহ আল বাগদাদী ।
- আবু বকর মক্কী ইবনু আহমদ আল বারদায়ী ।
- আবুল কাসেম মাসলামা ইবনু কাসেম ।
- আবুল কাসেম ওবায়দুল্লাহ ইবনু আলী দাউদী ।
- আল হাসান ইবনু কাসেম ।
- আবুল হাসান মুহাম্মদ ইবনু আহমদ আল আখিমী ।
- আবু বকর মুহাম্মদ ইবনু ইবরাহীম ।
- আবু ওসমান আহমদ ইবনু ইবরাহীম ।
- সােলায়মান ইবনে আহমদ তিবরানী (র) ।
তাহাবী শরীফ বই গুলো আপনার প্রয়োজন হলে নিচে Leave a Reply এ গিয়ে Comment করুন । Enter your comment here… এখানে বিস্তারিত লিখুন, তাহলে আমরা আপনাকে বইটি পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ।
ত্বহাবী শরিফের তিনটি খন্ডই আমার দরকার।আমি দাওরায়ে হাদিসে এ বছর অধয়য়নরত।
আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের সাথে কাজ করবেন? http://www.hadisquran.com এর জন্য আমাদের কিছু দাঈ দরকার।
Assalamuamaiqum.তহাবী শরীফ কিতাব টি খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। যদি বাংলা শরহা দেওয়া যায় তাহলে খুবই উপকৃত হবো।শারহু মাআনিল আছার 💘
তহাবি শরিফের pdf