তাহাবী শরীফ – শারহু মাআনিল আছার Tahabi Sharif

তাহাবী শরীফ

তাহাবী শরীফ
মূলঃ ইমাম আবূ জাফর আহমদ ইবন মুহাম্মদ আল মিসরী আত তাহাবী তার নাম -আহমদ , পিতার নাম -মুহাম্মদ , দাদার নাম- সালামা , উপনাম- আবু জাফর। নিসবতী নাম তাহাবী , আযদী , হাজরী , মিসরী।
অনুবাদঃ মাওলানা জাকির হুসাইন (১ম-৩য় খন্ড), মাওলানা সিদ্দিকুর রহমান (৩য় খন্ড), মাওলানা আবু মুহাম্মদ আবু তাহের (৩য় খন্ড)
প্রকাশনায়ঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

সূচীপত্র

প্রকাশনীমুল্য
সমকালীন প্রকাশন১৬৫
মাকতাবাতুস সুন্নাহ২০

মাকতাবাতুস সুন্নাহঃ লেখক : ইমাম আবু জাফর আহম্মদ অত-তাহাবী র. , প্রকাশনী : (মাদরাসা মার্কেট), বিষয় : ঈমান ও আকীদা, কভার : পেপার ব্যাক

সমকালীন প্রকাশনঃ আকিদাতুত ত্বাহাবি (সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাগ্রন্থ), লেখক : ড. মুহাম্মাদ ইবনু আব্দির রহমান আল-খুমাইস, বিষয় : আকীদা, অনুবাদক : উস্তায রিফাত মাহমুদ
সম্পাদক : মুওয়াফফিকা বিনতে আব্দুল্লাহ, মুফতি আবুল হাসানাত কাসিম, মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2021, ভাষা : বাংলা

ইমাম আবু জাফর তাহাবীঃ ইমাম আবু জাফর তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) ছিলেন একজন হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচু মানের ফকীহ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই ইমাম আবু জাফর তাহাবী কে (রহমাতুল্লাহি আলাইহি) হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেব আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন তাই তাহাঁকে ‘তাহাবী’ বলা হয়। তাঁর সংকলিত হাদীস ও হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ শারহু মাআনিল আসার তাহাবী শরীফ নামে পরিচিত ও প্রসিদ্ধ।

ভুমিকাঃ মানবজীবনে আহকাম বিষয়ক হাদীস গুলোকে এখানে একত্রিত করা হয়েছে। গ্রন্থটি বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে ‘নাসিখ’ মানসূখ, বিশেষজ্ঞ আলিম-মনীষীদের ব্যাখ্যা সন্নিবেশীত। শরীআহর বিভিন্ন বিধান সম্পর্কে ইমাম তাহাবীর মতামত এটাতে বিস্তারিত আলোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন আলিমদের মতগুলো এখানে উল্লেখ করা হয়েছে।

জন্মঃ আল্লাহর দীনের এ মহান খাদেম ২২৯ হিজরী সন মােতাবেক ৮৫১ খ্রিস্টাব্দে মিসরের গুরুত্বপূর্ণ জনপদ তাহা নামক গ্রামে জন্মগ্রহণ করেন ।

শৈশবকালঃ যিনি বড় হয়ে দীনের ঝাণ্ডাবাহী হবেন শৈশবকালেই সে নিদর্শন তাঁর জীবনে পরিলক্ষিত হয়েছে । শৈশবকালে তিনি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন । তিনি কখনাে পাপাচার বা গর্হিত কাজের সাথে জড়িত ছিলেন না । জ্ঞানের প্রতি অসীম আগ্রহ তার জীবনের শুরুতেই দৃষ্টিগােচর হয় ।

শিক্ষাজীবনঃ তাঁর শিক্ষা জীবনের হাতেখড়ি হয় তারই মামা আবু ইবরাহীম ইসমাঈল ইবনু ইয়াহইয়া মুযানী (রহমাতুল্লাহি আলাইহি) এর নিকট । মুযানী ছিলেন শাফেয়ী মাযহাবের একনিষ্ঠ অনুসারী এবং তৎকালীন একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ । তিনি তখন মিসরে অবস্থান করতেন । ইমাম আবু জাফর তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) ইলমে দীন শিক্ষালাভের উদ্দেশ্যে আবাসস্থল ত্যাগ করে মিসরে চলে আসেন এবং জ্ঞান সাধনায় আত্মনিয়ােগ করেন । তিনি সেখানে মিসরের বিচারপতি আহমদ ইবনু আবু ইমরান হানাফী (রহমাতুল্লাহি আলাইহি) এর সংস্পর্শে আসেন এবং তার নিকট হানাফী ফিকহ অধ্যয়ন সুরু করেন । তিনি ইরাকী ফিকহের ওপর গবেষণা করেন এবং শেষ পর্যন্ত হানাফী ফিকহের চর্চা ও গবেষণায় নিজের জীবন উৎসর্গ করেন । অতঃপর মিসর থেকে তিনি সিরিয়ায় চলে আসেন এবং সেখানকার বিশিষ্ট ফকীহ আবু হাযেম আবদুল হামীদ (রহমাতুল্লাহি আলাইহি) – এর নিকট ফিকহে হানাফী অধ্যয়ন করেন । এভাবে তিনি ফিকহের বিশাল জ্ঞান ভাণ্ডার আয়ত্ত করেন ।

ইমাম আবু জাফর আহমদ ইবনু মুহাম্মদ তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) ছিলেন বিস্ময়কর প্রাতভার অধিকারী এক কালজয়ী মহাপুরুষ । তার ব্যক্তিত্ব আর অতুলনীয় । পাণ্ডিত্যের কারণে বিশ্ববাসীর কাচে তিনি বিশেষ মর্যাদার আসন দখল করে আছেন । তার আচত গ্রন্থাবলি যুগে যুগে জ্ঞানপিপাসুদের তপ্ত করবে । বিশেষ করে তার রচিত شرح معاني الآثار গ্রন্থটি হানাফী মাযহাবকে সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।

জ্ঞান অর্জনে বিদেশ সফরঃ নিজ দেশের প্রায় সকল পণ্ডিতের কাছ থেকে জ্ঞানার্জন । শেষে ইমাম আবু জাফর তাহাবী (রহমাতুল্লাহি আলাইহি) জ্ঞান অর্জনে বিদেশ সফর করেন । তিনি হিজরী ২৬৮ সনে প্রথমে সিরিয়া সফর করেন । এরপর ইলমে হাদীস ও ইলমে ফিকহ অর্জনের জন্য পর্যায়ক্রমে দামেশক, বায়তুল মুকাদ্দাস , ও আসকালানসহ পৃথিবীর বহুদেশ সফর করেন ।

তাঁর শিক্ষকবৃন্দঃ তিনি হাদীস , তাফসীর , আরবি সাহিত্য , ফিকহ, নাহু সরফ , খালাত ও মানতিক ইত্যাদি বিষয়ে অসংখ্য শিক্ষকের নিকট জ্ঞানার্জন করেছেন । তাঁর শিক্ষকগণের মধ্যে উল্লেখযােগ্য কয়েকজন হচ্ছেন-

  • ইবরাহীম ইবনু আবু দাউদ বালাসী ।
  • ইসহাক ইবনু ইবরাহীম ।
  • ইবরাহীম ইবনু মারযুক বসরী ।
  • আহমদ ইবইবনু নে সাঈদ ফাহরী ।
  • ইবরাহীম ইবনু মানকাদ খাওলানী ।
  • আবু বশীর আহমদ দুলাবী ।
  • ইবরাহীম ইবনু মুহাম্মদ ।
  • ইসহাক ইবনু হাসান ।
  • বাহার ইবনু নসর আওলানী ।
  • আহমদ ইবনু সাহল রায় ।
  • বাকার ইবনু কুতাইবা ।
  • আহমদ ইবনু আসরাম মুযানী ।
  • আহমদ ইবনু কাসেম কুফী ।
  • ইসমাঈল ইবনু ইয়াহইয়া মুযানী ।
  • আহমদ ইবনু দাউদ সাদুসী ।
  • মুহাম্মদ ইবনু সালামা তাহাবী (র)
  • আহমদ ইবনু মাসউদ মাকদাসী প্রমুখ।

তার ছাত্রবৃন্দঃ তাঁর শিক্ষকগণের সংখ্যা যেমন অসংখ্য , তেমনি তাঁর ছাত্রের সংখ্যাও অনেক । যেসব ছাত্র তাঁর নিকট থেকে ইলমে দীন অর্জন করেছেন তাদের মধ্যে উল্লেখযােগ্য কয়েকজন হচ্ছেন-

  • আবু মুহাম্মদ আবদুল আযীয ইবনু মুহাম্মদ আত তামিমী ।
  • আহমদ ইবনে কাসেম ইবনু আবদুল্লাহ আল বাগদাদী ।
  • আবু বকর মক্কী ইবনু আহমদ আল বারদায়ী ।
  • আবুল কাসেম মাসলামা ইবনু কাসেম ।
  • আবুল কাসেম ওবায়দুল্লাহ ইবনু আলী দাউদী ।
  • আল হাসান ইবনু কাসেম ।
  • আবুল হাসান মুহাম্মদ ইবনু আহমদ আল আখিমী ।
  • আবু বকর মুহাম্মদ ইবনু ইবরাহীম ।
  • আবু ওসমান আহমদ ইবনু ইবরাহীম ।
  • সােলায়মান ইবনে আহমদ তিবরানী (র) ।

তাহাবী শরীফ বই গুলো আপনার প্রয়োজন হলে নিচে Leave a Reply এ গিয়ে Comment করুন । Enter your comment here… এখানে বিস্তারিত লিখুন, তাহলে আমরা আপনাকে বইটি পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ।


Posted

in

by

Comments

5 responses to “তাহাবী শরীফ – শারহু মাআনিল আছার Tahabi Sharif”

  1. MD Mostafizur Rahman Avatar
    MD Mostafizur Rahman

    আসসালামু আলাইকুম। আমি ইডেন মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি মাস্টার্স শেষপর্বে এই কিতাবখানা পড়াই। বিশেষ কারনে এই তাহাবী শরীফের সফটকপি আমার খুব প্রয়োজন। আমার নিমোক্ত মেইলে এটি প্রেরণ করলে খুবই উপকৃত হব।
    মেইল: mostafizur.idb@gmail.com

  2. Rofiqul islam Avatar
    Rofiqul islam

    তহাবি শরিফের pdf

  3. Fahim Ahmad Avatar
    Fahim Ahmad

    Assalamuamaiqum.তহাবী শরীফ কিতাব টি খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। যদি বাংলা শরহা দেওয়া যায় তাহলে খুবই উপকৃত হবো।শারহু মাআনিল আছার 💘

  4. Amanullah Avatar
    Amanullah

    ত্বহাবী শরিফের তিনটি খন্ডই আমার দরকার।আমি দাওরায়ে হাদিসে এ বছর অধয়য়নরত।

    1. রিয়াদুস সালেহিন Avatar
      রিয়াদুস সালেহিন

      আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের সাথে কাজ করবেন? http://www.hadisquran.com এর জন্য আমাদের কিছু দাঈ দরকার।

Leave a Reply