তাফসির ইবনে আব্বাস ২য় খন্ড – হযরত আব্দুল্লাহ ইবনি আব্বাস (রা)

তাফসির ইবনে আব্বাস ২য় খন্ড – হযরত আব্দুল্লাহ ইবনি আব্বাস (রা)

তাফসির ইবনে আব্বাস ২য় খন্ড – হযরত আব্দুল্লাহ ইবনি আব্বাস (রা)  >> তাফসীরে ইবনে আব্বাস এর মুল সুচিপত্র দেখুন

সুচিপত্র – তাফসির ইবনে আব্বাস ২য় খন্ড

  • ভূমিকা
  • সূরা তাওবা
  • সূরা ইউনুস
  • সূ হৃদ
  • সূরা ইউসুফ
  • সূরা রা’দ
  • সূরা ইব্রাহীম
  • সূরা হিজ্বর
  • সূরা না স
  • ূরা ইরা বা বনী ইস্রাঈল
  • সুরা কাহ্‌ফ
  • সূরা মারইয়াম
  • সুরা তা-হা
  • সূরা হাজ্জ
  • সুরা মুমিনূন
  • সূরা নূর
  • সূরা ফুরকান
  • সুরা শু’আরা
  • সূরা নাম্ল
  • সুরা কাসাস্‌

ভুমিকা – তাফসির ইবনে আব্বাস

দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ্ তা’আলার রহমত বর্ষিত হােক সায়্যিদিনা হযরত মুহাম্মদ
ও তার পরিবার-পরিজনের উপর। আবু তাহের মুহাম্মদ ইবন ইয়াকুব ফিরােযাবাদী (মৃত্যু ৮১৭ হিঃ) বলেন ঃ আমাদের কাছে বর্ণনা করেছেন বিশ্বস্ত আবদুল্লাহ ইব্‌ন মামুন হিরাবা (র) তিনি বলেন, আমার পিতা বর্ণনা করেন যে, আবু আবদুল্লাহ বলেছেন : আমাদের নিকট বর্ণনা করেছেন, আবু ওবায়দুল্লাহ মাহমুদ ইবন মুহাম্মদ রাযী (র) বলেন ঃ আম্মার ইবন আব্দুল মজিদ হেরাবী (র) বর্ণনা করেন যে, আলী ইবন ইসহাক সমর কান্দী (র)-বর্ণনা করেন মুহাম্মদ ইবন মারওয়ান থেকে, তিনি কালবী থেকে, তিনি আবু সালেহ (র) থেকে, তিনি হযরত ইবন আব্বাস (র) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ (LI) (বা) অর্থাৎ আল্লাহর জ্যোতি, সৌন্দর্য, পরীক্ষা তাঁর বরকত এবং আল্লাহ্ তা’আলার গুণবাচক নাম SJI -আল বারী এর প্রথম অক্ষর (LIT সীন) অর্থাৎ তাঁর দীপ্তি, শ্রেষ্ঠত্ব অর্থাৎ উচ্চ মর্যাদা এবং তাঁর গুণবাচক নাম … সামিউ-এর প্রথম অক্ষর ( মীম) অর্থ তার আধিপত্য তার মর্যাদা এবং তার বান্দাহদের প্রতি অনুগ্রহ যাদেরকে আল্লাহ্ তা’আলা ঈমানের প্রতি হিদায়াত করেছেন। আর গুণবাচক নাম মাজীদ এর প্রথম অক্ষর। () আল্লাহ্ অর্থ যার দিকে সমস্ত সৃষ্টি জগত মুখাপেক্ষী প্রয়ােজনে ও বিপদাপদে যার নিকট আর্তনাদ করে । (০.JI) যিনি করুণাময় সৎ ও অসৎ-এর প্রতি, তাদের রিযিকদাতা এবং সব বিপদ-আপদ থেকে রক্ষাকারী। ( JI) পরম দয়ালু, বিশেষ করে মু’মিনের প্রতি মাগফিরাত এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানাের মাধ্যমে। তার অর্থ এই যে, তিনি দুনিয়াতে তাদের পাপগুলাে ঢেকে রাখেন এবং আখিরাতেও তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।

তাফসির ইবনে আব্বাস ২য় খন্ড বইটি আপনার প্রয়োজন হলে নিচে Leave a Reply এ গিয়ে Comment করুন । Enter your comment here… এখানে বিস্তারিত লিখুন, তাহলে আমরা আপনাকে বইটি পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ।


Posted

in

by

Comments

One response to “তাফসির ইবনে আব্বাস ২য় খন্ড – হযরত আব্দুল্লাহ ইবনি আব্বাস (রা)”

Leave a Reply