কেবলমাত্র জুমুআর দিন রোজা পালন করা মাকরূহ
কেবলমাত্র জুমুআর দিন রোজা পালন করা মাকরূহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৪. অধ্যায়ঃ কেবলমাত্র জুমুআর দিন রোজা পালন করা মাকরূহ
২৫৭১
মুহাম্মাদ ইবনি আব্বাস ইবনি জাফার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] যখন কাবাহ্ ঘর প্রদক্ষিণ করছিলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ [সাঃআঃ] কি জুমুআর দিন রোজা পালন করিতে নিষেধ করিয়াছেন? তিনি বলিলেন, কাবাহ্ ঘরের প্রভুর শপথ! হ্যাঁ, তিনি নিষেধ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ২৫৪৮, ইসলামিক সেন্টার- ২৫৪৭]
২৫৭২
জাবির [রাদি.] থেকেও এ সূত্র হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ]-এর একই হাদীস বর্ণিত হয়েছে। [ইসলামিক ফাউন্ডেশন- ২৫৪৯, ইসলামিক সেন্টার- ২৫৪৮]
২৫৭৩
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, “জুমুআর দিন কেউ যেন রোজা পালন না করে। কিন্তু যদি কেউ জুমুআর দিনের আগে বা পরে একদিন রোজা পালন করে তাহলে সে জুমুআর দিন রোজা পালন করিতে পারে।” [ই.ফা, ২৫৫০, ইসলামিক সেন্টার- ২৫৪৯]
২৫৭৪
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেন, “তোমরা রাতগুলোর মধ্যে কেবলমাত্র জুমুআর রাতকে জাগরণের [নৈশ ইবাদাতের] জন্য নির্দিষ্ট করে নিও না, আর দিনগুলোর মধ্যে শুধু জুমুআর দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করে নিও না। তবে যদি তোমাদের কেউ সর্বদা [নাফ্ল] রোজা পালন করে আর এ সিয়ামের [ধারাবাহিকতার] মধ্যে জুমুআর দিন এসে যায় তাহলে ভিন্ন কথা। অর্থাৎ সে ঐদিন [নাফ্ল] রোজা পালন করিতে পারে।” [ইসলামিক ফাউন্ডেশন- ২৫৫১, ইসলামিক সেন্টার- ২৫৫০]