জুমার সলাতে রসূলুল্লাহ [সাঃআঃ] কি পাঠ করিতেন
জুমার সলাতে রসূলুল্লাহ [সাঃআঃ] কি পাঠ করিতেন >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৬. অধ্যায়ঃ জুমার সলাতে রসূলুল্লাহ [সাঃআঃ] কি পাঠ করিতেন
১৯১১
ইবনি আবু রাফি [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবু হুরায়রাহ্ [রাদি.]-কে মারওয়ান মাদীনাহ্ প্রশাসক নিয়োগ করে মাক্বায় চলে যান। আবু হুরায়রাহ্ [রাদি.] আমাদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করিতেন। তিনি সুরা জুমার পর দ্বিতীয় রাকআতে [আরবী] সুরা পড়েন। [নামাজ শেষে] আবু হুরায়রাহ্ [রাদি.] বলেন, নিশ্চয়ই আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে জুমার দিন এ সুরা দুটি পাঠ করিতে শুনেছি। [ইসলামিক ফাউন্ডেশন- ১৮৯৬, ইসলামিক সেন্টার- ১৯০৩]
১৯১২
উবায়দুল্লাহ ইবনি আবু রাফি [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
মারওয়ান আবু হুরায়রাহ্ [রাদি.]-কে প্রশাসক নিয়োগ করিলেন ….. পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে অধস্তন বর্ণনাকারী হাতিম [রহমাতুল্লাহি আলাইহি]-এর বর্ণনায় আছে, তিনি প্রথম রাকআতে সুরা আল জুমুআহ্ এবং দ্বিতীয় রাকআতে “ইযা- জা-আকাল মুনাফিকূন” [সূরা আল মুনাফিকূন] পাঠ করেন। আবদুল আযীয [রহমাতুল্লাহি আলাইহি]-এর রিওয়ায়াতে সুলায়মান ইবনি বিলাল [রহমাতুল্লাহি আলাইহি]-এর রিওয়ায়াতের অনুরূপ। [ইসলামিক ফাউন্ডেশন- ১৮৯৭, ইসলামিক সেন্টার- ১৯০৪]
১৯১৩
নুমান ইবনি বাশীর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] দু ঈদের সলাতে ও জুমার সলাতে “সাব্বিহিস্মা রব্বিকাল আলা-“ ও “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ্” সূরাদ্বয় পাঠ করিতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমুআহ্ একই দিন হলেও তিনি উভয় সলাতে ঐ সূরাদ্বয় পাঠ করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১৮৯৮, ইসলামিক সেন্টার- ১৯০৫]
১৯১৪
ইব্রাহীম ইবনি মুহাম্মাদ ইবনিল মুন্তাশির [রহমাতুল্লাহি আলাইহি] সানাদ হইতে বর্ণীতঃ
একই সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। [ইসলামিক ফাউন্ডেশন- ১৮৯৯, ইসলামিক সেন্টার- ১৯০৬]
১৯১৫
উবায়দুল্লাহ ইবনি আবদুল্লাহ[রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, যহ্হাক ইবনি ক্বায়স [রাদি.] নুমান ইবনি বাশীর [রাদি.]-কে চিঠি লিখে জিজ্ঞেস করিলেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] জুমার দিন সুরা জুমুআহ্ ব্যতীত আর কোন সুরা পাঠ করিতেন? তিনি বলেন, তিনি “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ্” সূরাহ পাঠ করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১৯০০, ইসলামিক সেন্টার- ১৯০৭]