জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব
জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৮. অধ্যায়ঃ জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব
৫৩৮৭
জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] কে এক জিহাদে বলিতে শুনেছি- তোমরা অধিকাংশ [সময়] জুতা পরে থাকিবে। কারণ মানুষ যে পর্যন্ত জুতা পরিহিত থাকে, সে পর্যন্ত সে সওয়ার থাকে। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৭, ইসলামিক সেন্টার- ৫৩৩৩]