রাঃসাঃ এর সাথে ফিরিশতাগনের জিহাদে শরিক হওয়া
রাঃসাঃ এর সাথে ফিরিশতাগনের জিহাদে শরিক হওয়াভ << নবুওয়তের মুজিযা হাদীসের মুল সুচিপত্র দেখুন
ষষ্ঠবিংশ পরিচ্ছেদ – রাঃসাঃ এর সাথে ফিরিশতাগনের জিহাদে শরিক হওয়া
আয়েশা রাদি. আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নাবী রাঃসাঃ খন্দক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে সমরাস্ত্র রেখে গোসল করেছেন মাত্র। এমতাবস্থায় তাহাঁর কাছে জিবরীল আলাইহিস সালাম এসে বলিলেন, আপনি তো অস্ত্রশস্ত্র [খুলে] রেখে দিয়েছেন। আল্লাহর কসম! আমরা এখনও তা খুলিনি। চলুন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। নাবী রাঃসাঃ জিজ্ঞেস করিলেন, কোথায় যেতে হবে? তিনি বনূ কুরায়যা গোত্রের প্রতি ইঙ্গিত করে বলিলেন, ঐদিকে। তখন নাবী রাঃসাঃ তাদের বিরুদ্ধে অভিযানে রওয়ানা হলেন।[1]
আনাস রাদি. আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ রাঃসাঃ যখন বনূ কুরায়যার মহল্লার দিকে যাচ্ছিলেন তখন [জিবরীল আলাইহিস সালামের অধীন] ফেরেশতা বাহিনীও তাহাঁর সংগে যাচ্ছিলেন, এমনকি [পথিমধ্যে] বনূ গানম গোত্রের গলিতে জিবরীল আলাইহিস সালামের বাহিনীর গমনে ওড়া ধূলারাশি এখনো যেন আমি দেখতে পাচ্ছি।[2]
[1] সহিহ বুখারি, হাদিস নম্বর ৪১১৭।
[2] সহিহ বুখারি, হাদিস নম্বর ৪১১৮।
Leave a Reply