জবেহ ও হত্যায় দয়াশীল হওয়া ও ছুরিধার করার নির্দেশ
জবেহ ও হত্যায় দয়াশীল হওয়া ও ছুরিধার করার নির্দেশ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১১. অধ্যায়ঃ জবেহ ও হত্যায় দয়াশীল হওয়া ও ছুরিধার করার নির্দেশ
৪৯৪৯
শাদ্দাদ ইবনি আওস [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হইতে আমি দুটি কথা মনে রেখেছি, তিনি বলেছেনঃ আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান অত্যাবশ্যক করিয়াছেন। অতএব তোমরা যখন হত্যা করিবে, দয়ার্দ্রতার সঙ্গে হত্যা করিবে; আর যখন জবেহ করিবে তখন দয়ার সঙ্গে জবেহ করিবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার জবেহকৃত জন্তুকে কষ্টে না ফেলে। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৯৭, ইসলামিক সেন্টার- ৪৮৯৯]
৪৯৫০
ইয়াহ্ইয়া ইবনি ইয়াহ্ইয়া [রহমাতুল্লাহি আলাইহি] হুশায়ম, ইসহাক্ ইবনি ইব্রাহীম, আবদুল ওয়াহ্হাব আস্-সাক্বাফী, আবু বাকর ইবনি নাফি গুনদার, শুবাহ্, আবদুল্লাহ ইবনি আবদুর রহমান দারিমী, মুহাম্মাদ ইবনি ইউসুফ সুফ্ইয়ান থেকে, ইসহাক্ ইবনি ইব্রাহীম [রহমাতুল্লাহি আলাইহি] জারীর মানসূর হইতে বর্ণীতঃ
তাঁরা সকলে খালিদ হায্যা [রহমাতুল্লাহি আলাইহি] হইতে ইবনি উলাইয়্যাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসের সানাদ ও অর্থের অনুরূপ বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৯৮,, ইসলামিক সেন্টার- ৪৯০০]