চেহারায় প্রহার করা নিষিদ্ব করণ
চেহারায় প্রহার করা নিষিদ্ব করণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩২. অধ্যায়ঃ চেহারায় প্রহার করা নিষিদ্ব করণ
৬৫৪৫
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যখন তোমাদের মাঝে কোন ভাই তার ভাই-এর সাথে ঝগড়া-বিবাদ করে তখন সে যেন তার মুখের উপর আঘাত করা থেকে বিরত থাকে। [ই.ফা.৬৪১৩, ইসলামিক সেন্টার-৬৪৬৩]
৬৫৪৬
আবু যিনাদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
আবু যিনাদ [রহমাতুল্লাহি আলাইহি] থেকে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন। আর তিনি বলেছেন, তোমাদের কোন ভাই যখন অন্য ভাইকে মারে….। [ই.ফা.৬৪১৪, ইসলামিক সেন্টার-৬৪৬৪]
৬৫৪৭
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কোন ভাই যখন কোন ভাইয়ের সাথে ঝগড়া করে তখন সে যেন মুখমন্ডলকে পরহেয করে [মুখমন্ডলে প্রহার না করে]। [ই.ফা.৬৪১৫, ইসলামিক সেন্টার-৬৪৬৫]
৬৫৪৮
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সাথে মারামারি করে তখন সে যেন তার চেহারায় চপেটাঘাত না করে। [ই.ফা.৬৪১৬, ইসলামিক সেন্টার-৬৪৬৬]
৬৫৪৯
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আর ইবনি হাহিম-এর বর্ণনায় আছে, নবী [সাঃআঃ] হইতে বর্ণিত, যখন তোমাদের মধ্যে কেউ তার অন্য ভাইকে আঘাত করে সে যেন তার ভাইয়ের মুখমন্ডলে আঘাত করা হইতে বিরত থাকে। কেননা আল্লাহ তাআলা আদাম [আঃ]-কে তার নিজ রূপে সৃষ্টি করিয়াছেন। [ই.ফা.৬৪১৭, ইসলামিক সেন্টার-৬৪৬৭]
৬৫৫০
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের মধ্যে কোন ভাই যদি তার অন্য ভাইকে আঘাত করে, সে যেন তার মুখমন্ডলে আঘাত করা হইতে বিরত থাকে। [ই.ফা.৬৪১৮, ইসলামিক সেন্টার-৬৪৬৮]