নবী [সাঃআঃ] -এর চুলের বর্ণনা
নবী [সাঃআঃ] -এর চুলের বর্ণনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৬. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর চুলের বর্ণনা
৫৯৬১
কাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আনাস ইবনি মালিক [রাদি.]-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ [সাঃআঃ] কেমন চুলের অধিকারী ছিল? তিনি বলিলেন, তিনি মধ্যম ধরনের চুলের অধিকারী ছিলেন, চুলগুলো একেবারে কোঁকড়ানোও ছিল না আর একেবারে সোজাও ছিল না, তা ছিল দুকাঁধ এবং দুকানের মাঝ বরাবর। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৮ , ইসলামিক সেন্টার- ৫৮৯৪]
৫৯৬২
আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ]-এর চুল তাহাঁর দুকাঁধ স্পর্শ করত। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৯, ইসলামিক সেন্টার- ৫৮৯৫]
৫৯৬৩
আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ]-এর চুল তাহাঁর দু কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৬০ , ইসলামিক সেন্টার- ৫৮৯৬]