চাঁদ দ্বিখন্ডিত হওয়া রাঃসাঃ এর নবুওয়তের প্রমাণ
চাঁদ দ্বিখন্ডিত হওয়া রাঃসাঃ এর নবুওয়তের প্রমাণ << নবুওয়তের মুজিযা হাদীসের মুল সুচিপত্র দেখুন
পঞ্চদশ পরিচ্ছেদ: চাঁদ দ্বিখন্ডিত হওয়া রাঃসাঃ এর নবুওয়তের প্রমাণ
আবদুল্লাহ ইবনু মাসউদ রাদি. আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নাবী রাঃসাঃ এর যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তখন নাবী রাঃসাঃ বলিলেন, তোমরা সাক্ষী থাক। [1]
আনাস ইবনু মালিক রাদি. আনহু হইতে বর্ণিত যে, মক্কাবাসী কাফিররা রাঃসাঃ এর নিকট মু`জিযা দেখানোর জন্য দাবী জানালেন তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন। [2]
ইবনু আব্বাস রাদি. আনহু হইতে বর্ণিত যে, নাবী রাঃসাঃ এর যামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। [3]
[1] সহিহ বুখারি, হাদিস নম্বর ৩৬৩৬।
[2] সহিহ বুখারি, হাদিস নম্বর ৩৬৩৭।
[3] সহিহ বুখারি, হাদিস নম্বর ৩৬৩৮।