নবী [সাঃআঃ] -এর মুখাবয়ব, দুটি চোখ ও গোড়ালির বর্ণনা
নবী [সাঃআঃ] -এর মুখাবয়ব, দুটি চোখ ও গোড়ালির বর্ণনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৭. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর মুখাবয়ব, দুটি চোখ ও গোড়ালির বর্ণনা
৫৯৬৪. জাবির ইবনি সামুরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] প্রশস্ত চেহারার অধিকারী ছিলেন, টানাটানা নয়ন এবং সুষম গোড়ালি বিশিষ্ট আকৃতির অধিকারী ছিলেন। রাবী শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি]-কে জিজ্ঞেস করিলেন, প্রশস্ত চেহারা কেমন? তিনি বলিলেন, বড় মুখাবয়ব। শুবাহ্ বলেন, আমি বললাম, টানা চোখ কেমন? তিনি বলিলেন, চোখ দুটো দীঘল দীর্ঘ ডাগর। তিনি বলেন যে, আমি বললাম, সুষম গোড়ালি কেমন? তিনি বলিলেন, হাল্কা গোড়ালি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৬১, ইসলামিক সেন্টার- ৫৮৯৭]