সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ
সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ
৫৭৫৫
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] কে আমি বলিতে শুনেছি, মহান আল্লাহ বলেন, আদাম সন্তান সময় ও কালকে গালি-গালাজ করে, অথচ আমিই সময়, আমার হাতেই রাত্রি ও দিবস [এর পরিবর্তন সাধিত হয়]। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৬৭, ইসলামিক সেন্টার- ৫৬৯৭]
৫৭৫৬
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মহান আল্লাহ বলেন, আদাম সন্তান আমাকে দুঃখ দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমিই সময়, রাত ও দিন আমিই পরিবর্তন করে থাকি। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৬৮, ইসলামিক সেন্টার- ৫৬৯৮]
৫৭৫৭
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ পবিত্র ও মহান আল্লাহ বলেন, আদাম সন্তান আমাকে দুঃখ দেয়, সে বলে, হায় সময়ের দুর্ভাগ্য! [আমার সময় মন্দ]! তোমাদের কেউ যেন হায় সময়ের দুর্ভাগ্য না বলে। কারণ, আমিই তো সময়; আর রাত্রি ও দিবস আমিই পরিবর্তিত করে থাকি; আমি যখন ইচ্ছা করি তখন তাদের দুটিকে সংকুচিত করে দেই। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৬৯, ইসলামিক সেন্টার- ৫৬৯৯]
৫৭৫৮
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যেন হায়! সময়ের ধ্বংস না বলে। কারণ আল্লাহ সময়ের নিয়ন্ত্রক। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৭০, ইসলামিক সেন্টার- ৫৭০০]
৫৭৫৯
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, তোমরা সময়কে গালি-গালাজ করো না। কারণ, আল্লাহ সময়ের পরিবর্তনকারী। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৭১, ইসলামিক সেন্টার- ৫৭০১]