গান বাজনা – বিষয়ক উপদেশ মুলক হাদিস

গান বাজনা – বিষয়ক উপদেশ মুলক হাদিস

গান বাজনা – বিষয়ক উপদেশ মুলক হাদিস , এই অধ্যায়ে মোট (৯৫-১০২) =৮টি হাদীস >> উপদেশ হাদিস এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-৭ঃ গান বাজনা

পরিচ্ছেদঃ গান বাজনা

৯৫. বর্ণনাকারী হইতে বর্ণিতঃ

রাসূল [সাঃআঃ] বলেছেনঃ অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা যেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান-বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করিবে

[বুখারী হাদিস/৫৫৯০]। এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

৯৬. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূল [সাঃআঃ] বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করিয়াছে

ন [বায়হাক্বী, হাদিস ছহীহ, মেশকাত হাদিস/৪৫০৩; বাংলা মেশকাত ৮ম খণ্ড হাদিস/৪৩০৪]। এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

৯৭. আবু ওমামা [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূল [সাঃআঃ] বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম

[ইবনি মাজাহ, মেশকাত হাদিস/২৭৮০]। এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

৯৮. নাফে [রাদি.] হইতে বর্ণিতঃ

একদা ইবনি ওমর [রাদি.] বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তাহাঁর দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হইতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বলিলেন, নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙ্গুল দুই কান হইতে বের করে বলিলেন, আমি একদা রাসূল [সাঃআঃ]-এর সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হইতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম

[ছহীহ আবু দাউদ হাদিস/ ৪৯২৪, সনদ ছহীহ]। অত্র হাদিস দ্বারা বুঝা যাচ্ছে গান-বাজনা ও বাদ্যযন্ত্রের শব্দ যেন কানে না আসে তার সম্ভবপর চেষ্টা করিতে হইবে। এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

৯৯. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ

নবী করীম [সাঃআঃ] বলেছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করিবে, গায়িকাদের নিয়ে নাচ-গানে মত্ত হইবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হইবে তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে- [১] বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে [২] উপর থেকে অথবা কোন জাতির পক্ষ থেকে যুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হইবে [৩] অনেকের পাপের দরুণ আকার-আকৃতি বিকৃত করা হইবে। আর এ গজবের মূল কারণ তিনটি। [ক] মদ পান করা [খ] নায়িকাদের নিয়ে নাচ-গানে মত্ত হওয়া [গ] বাদ্য যন্ত্রের প্রতি আগ্রহী হওয়া।

এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

১০০. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূল [সাঃআঃ] বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রী অতিবাহিত করিবে বিভিন্ন ধরনের খাদ্য-পানীয়তে ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন আনন্দ প্রমোদে। এমতাবস্থায় তাদের সকাল হইবে শুকুর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে [সিলসিলা ছাহীহাহ হাদিস/১৬০৪, ২৬৯৯]। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে, এক শ্রেণীর অর্থশালী মানুষেরা নানা ধরনের মদ ও পানীয়ের ব্যবস্থা করে অতি ভোগ-বিলাসে দিনাতিপাত করিবে। নানা ধরনের আমোদ-প্রমোদে ও বিনোদনে রাত্রী যাপন করিবে। এর মাধ্যম হইবে নায়িকা, মদ ও বাদ্য যন্ত্র। এ ধরণের লোকেরা শুকুর ও বানরে পরিণত হইবে। হয় তাদের আকৃতি শুকুর ও বানরের মত হইবে, অথবা তাদের হালাল-হারামের বিবেচনা থাকিবে না। এজন্য নবী করীম [সাঃআঃ] তাদেরকে শুকুরের সাথে তুলনা করেছন। তাদের চাল-চলন হইবে বিজাতিদের মত অর্থাৎ তাদের স্ত্রী ও মেয়েরা বিজাতিদের মত নানা পোশাক পরবে। আর এদের কাছে যেনা হইবে সাধারণ কাজ। এদের বাড়ী-গাড়ি হইবে কুকুর ও বিভিন্ন ধরনের মূর্তিতে পরিপূর্ণ। তাই তাদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে। কারণ তারা বিজাতিদের অনুকরণ করিবে।

এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

১০১. আবু মালিক আশআরী [রাদি.] হইতে বর্ণিতঃ

নবী করীম [সাঃআঃ] বলেছেন, আমার কিছু উম্মত মদ পান করিবে এবং তার নাম রাখবে ভিন্ন। তাদের নেতাদেরকে গায়িকা ও বাদ্য যন্ত্র দিয়ে সম্মান করা হইবে। আল্লাহ তাআলা তাদেরকে ভুমিকম্পের মাধ্যমে মাটিতেই ধসিয়ে দিবেন। আর তাদেরকে বানর ও শুকুরে পরিণত করবেন [বুখারী, ইবনি মাজাহ হাদিস/৪০২০]। হাদীছে বুঝা গেল মানুষ মদ্যপান করিবে, তবে মদের নাম অন্য হইবে। আর নেতা ও দায়িত্বশীলদের সর্বক্ষণের সঙ্গী হইবে বাদ্য যন্ত্র ও গায়িকা। এদের চরিত্র হইবে নোংরা, এদের প্রিয় কাজ হইবে অশ্লীলতা। তাদের স্বভাব ও কৃষ্টি-কালচার হইবে শুকুর ও বানোরের ন্যায়। এরা স্বপরিবারে পাশ্চাত্যদের স্বভাব চরিত্র গ্রহণ করিবে।

এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

১০২. রাসূল [সাঃআঃ]-এর দাস ছাওবান [রাদি.] হইতে বর্ণিতঃ

নবী করীম [সাঃআঃ] বলেছেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করিবে। আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বিজাতিদের সাথে মিশে যাবে

[ইবনি মাজাহ হাদিস/৩৯৫২, হাদিস ছহীহ]। এই হাদিসের তাহক্কিকঃ সহীহ হাদীস

Leave a Reply