খয়রাত করার জন্য উদ্বুদ্ধ করা; দান-খয়রাত করে তা গুনে রাখার কুফল
খয়রাত করার জন্য উদ্বুদ্ধ করা; দান-খয়রাত করে তা গুনে রাখার কুফল >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৮. অধ্যায়ঃ খয়রাত করার জন্য উদ্বুদ্ধ করা; দান-খয়রাত করে তা গুনে রাখার কুফল
২২৬৫
আবু বাক্রের কন্যা আসমা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে বললেনঃ খরচ করো তবে কত খরচ করলে তা গুনে রেখো না। তাহলে আল্লাহ তাআলা তোমাকে গুনে গুনে দিবেন। [অর্থাৎ কম দিবেন] [ইসলামিক ফাউন্ডেশন- ২২৪৪, ইসলামিক সেন্টার-২২৪৫]
২২৬৬
আসমা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ খরচ করো তবে কত খরচ করলে তার হিসাব রেখো না। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে গুনে গুনে দিবেন। আর জমা করে রেখো না তাহলে আল্লাহ জমা করে রাখবেন। [অর্থাৎ আল্লাহ তোমাকে দিবেন না।] [ইসলামিক ফাউন্ডেশন- ২২৪৫, ইসলামিক সেন্টার-২২৪৬]
২২৬৭
আসমা [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] তাকে বলিলেন …… পূর্বোক্ত হাদীসের অনুরূপ। [ইসলামিক ফাউন্ডেশন- ২২৪৬, ইসলামিক সেন্টার- ২২৪৭]
২২৬৮
আবু বাক্রের কন্যা আসমা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি নবী [সাঃআঃ] এর কাছে এসে বলিলেন, হে আল্লাহর রসূল! যুবায়র আমাকে যা কিছু দেয়, এছাড়া আমার কাছে আর কোন মালামাল নেই। আমি যদি এ থেকে দান করি তাহলে আমার কি গুনাহ হইবে? তিনি বলিলেন, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দান কর; কিন্তু পুঞ্জিভূত করে রেখো না। যদি জমা করে রাখো তাহলে আল্লাহ্ জমা করে রাখবেন। তোমাকে দিবেন না। [ইসলামিক ফাউন্ডেশন- ২২৪৭, ইসলামিক সেন্টার- ২২৪৮]