খেজুর ও আঙ্গুর হইতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ
খেজুর ও আঙ্গুর হইতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪. অধ্যায়ঃ খেজুর ও আঙ্গুর হইতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ নামে পরিচিত
৫০৩৬
আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মদ তৈরি হয় দুটি গাছ [এর ফল] হইতে, তা হলো- খেজুর ও আঙ্গুর গাছ [এর ফল]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৭৮, ইসলামিক সেন্টার- ৪৯৮৬]৫০৩৭
আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, মদ তৈরি হয় ঐ দুটি গাছ [এর ফল] থেকে, তা হলো- খেজুর ও আঙ্গুর গাছ [এর ফল]। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৭৯, ইসলামিক সেন্টার- ৪৯৮৭]
৫০৩৮
আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মদ তৈরি হয় ঐ দুটি গাছ [এর ফল] থেকে, তা হলো- আঙ্গুর ও খেজুর গাছ [এর ফল]। আবু কুরায়ব [রহমাতুল্লাহি আলাইহি]-এর বর্ণনায় আঙ্গুরকে খেজুর বলা হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৮০, ইসলামিক সেন্টার- ৪৯৮৮]