ফলবান খেজুর গাছ বিক্রি করা
ফলবান খেজুর গাছ বিক্রি করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৫. অধ্যায়ঃ ফলবান খেজুর গাছ বিক্রি করা
৩৭৯৩
ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কেউ যদি খেজুরের রেণু প্রবিষ্ট করানো খেজুর গাছ বিক্রি করে তবে ঐ গাছের খেজুর বিক্রেতার পাপ্য। অবশ্য ক্রেতা যদি খেজুর নেয়ার শর্ত করে থাকে তবে তা তার হইবে। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৫৭, ইসলামিক সেন্টার- ৩৭৫৭]
৩৭৯৪
ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কোন তাবিরকৃত খেজুর গাছ যদি মূলসহ ক্রয় করা হয় এবং ক্রেতা যদি ফল পাওয়ার শর্ত না দিয়ে থাকে, তবে তার ফল তাবিরকারীরই {১২} প্রাপ্য। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৫৮, ইসলামিক সেন্টার- ৩৭৫৮]
{১২} তাবীর হলো পরাগায়ন অর্থাৎ- স্ত্রী জাতীয় খেজুর গাছের মুকুলে পুরুষ জাতীয় খেজুর গাছের মুকুলের রেণু প্রবিষ্ট করানো। [সহীহ মুসলিম- তাহ্কীক : ফুআদ আবদুল বাকী, ৩য় খণ্ড, ২৬ পৃ:]
৩৭৯৫
ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেন: কোন ব্যক্তি খেজুর গাছে তাবির করার পর মূল গাছটি বিক্রি করে দিয়ে ঐ গাছের খেজুর তাবিরকারী পাবে, যদি ক্রেতা ফল পাওয়ার শর্ত করে না থাকে। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৫৯, ইসলামিক সেন্টার- ৩৭৫৯]
৩৭৯৬
নাফির সূত্রে হইতে বর্ণীতঃ
নাফির সূত্রে এ হাদীস ঐরকমই বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৬০, ইসলামিক সেন্টার- ৩৭৬০]
৩৭৯৭
আবদুল্লাহ ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি : যে ব্যক্তি তাবিরকৃত খেজুর গাছ খরিদ করিবে সে উক্ত গাছের ফল পাওয়ার শর্ত না করলে ঐ গাছের ফল বিক্রেতার প্রাপ্য এবং কেউ যদি গোলাম খরিদ করে এবং উক্ত গোলামের মাল পাওয়ার শর্ত না করে তবে সে মাল বিক্রেতারই প্রাপ্য। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৬১, ইসলামিক সেন্টার- ৩৭৬১]
৩৭৯৮
যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উক্ত সানাদে এ হাদীস অনুরূপ বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৬২, ইসলামিক সেন্টার- ৩৭৬২]
৩৭৯৯
আবদুল্লাহ ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে অনুরূপ বলিতে শুনেছি। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭৬৩, ইসলামিক সেন্টার- ৩৭৬৩]