রাঃসাঃ এর নবুওয়তের প্রমাণ খেজুর কাণ্ডের ক্রন্দন

রাঃসাঃ এর নবুওয়তের প্রমাণ খেজুর কাণ্ডের ক্রন্দন

রাঃসাঃ এর নবুওয়তের প্রমাণ খেজুর কাণ্ডের ক্রন্দন << নবুওয়তের মুজিযা হাদীসের মুল সুচিপত্র দেখুন

সপ্তদশ পরিচ্ছেদ: রাঃসাঃ এর নবুওয়তের প্রমাণ – খেজুর কাণ্ডের ক্রন্দন

জাবির ইবনু আবদুল্লাহ রাদি. আনহু হইতে বর্ণিত, একজন আনসারী মহিলা রাঃসাঃ কে বলিলেন, ইয়া রাসূলূল্লাহ্ রাঃসাঃ, আমি কি আপনার জন্য এমন একটি জিনিস তৈরী করে দিবনা, যার উপর আপনি উপবেশন করবেন? কেননা, আমার একজন সূত্রধর গোলাম আছে। তিনি বলিলেন, যদি তুমি ইচ্ছা কর। বর্ণনাকারী বলেন, তারপর সে মহিলা রাসূলূল্লাহ্ রাঃসাঃ এর জন্য মিম্বর বানিয়ে দিলেন। যখন জুম`আর দিন হলো, রাসূলূল্লাহ্ রাঃসাঃ সেই মিম্বরের উপরে বসলেন। সে সময় যে খেঁজুর গাছের কান্ডের উপর ভর দিয়ে তিনি খুতবা দিতেন, সেটি এমনভাবে চিৎকার করে উঠল, যেন তা ফেটে পড়বে। রাসূলূল্লাহ্ রাঃসাঃ নেমে এসে তাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরলেন। তখন সেটি ফোঁপাতে লাগল, যেমন ছোট শিশুকে চুপ করানোর সময় ফোঁপায়। অবশেষে তা স্থির হয়ে গেল। [রাবী বলেন] খেঁজুর কান্ডটি যে যিকির-নসীহত শুনত, তা হারানোর কারনে কেঁদেছিল।[1]

জাবির ইবনু আবদুল্লাহ রাদি. আনহু বর্ণনা করেন যে, প্রথম দিকে খেজুরের কয়েকটি কাণ্ডের উপর মসজিদে নববীর ছাদ করা হয়েছিল। নাবী রাঃসাঃ যখনই খুৎবা প্রদানের ইচ্ছা প্রদান করতেন, তখন একটি কান্ডে হেলান দিয়ে দাঁড়াতেন। অতঃপর তাহাঁর জন্য মিম্বার তৈরি করে দেওয়া হলে তিনি সেই মিম্বারে উঠে দাঁড়াতেন। ঐ সময় আমরা কাণ্ডটির ভেতর থেকে দশমাসের গর্ভবতী উষ্ট্রীর স্বরের ন্যায় কান্নার আওয়াজ শুনলাম। অবশেষে নাবী রাঃসাঃ তাহাঁর নিকটে এসে তাকে হাত বুলিয়ে সোহাগ করিলেন। তারপর কান্ডটি শান্ত হল। [2]

ইবনু উমর রাদি. আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নাবী রাঃসাঃ [মসজিদে] খেজুরের একটি কাণ্ডের সাথে [হেলান দিয়ে] খুৎবা প্রদান করতেন। যখন মিম্বার তৈরি করে দেওয়া হল, তখন তিনি মিম্বারে উঠে খুৎবা দিতে লাগলেন। কাণ্ডটি তখন [নাবী রাঃসাঃ এর বিরহে] কাঁদতে শুরু করল। নাবী রাঃসাঃ কাণ্ডটির নিকটে গিয়ে হাত বুলাতে লাগলেন। [তখন স্তম্ভটি শান্ত হল]। [3]


[1] সহিহ বুখারি, হাদিস নম্বর ২০৯৫।

[2] সহিহ বুখারি, হাদিস নম্বর ৩৫৮৫।

[3] সহিহ বুখারি, হাদিস নম্বর ৩৫৮৩।

Leave a Reply