খুত্বার মাঝে ইল্ম শিক্ষাদান সম্পর্কে।
খুত্বার মাঝে ইল্ম শিক্ষাদান সম্পর্কে। >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৫. অধ্যায়ঃ খুত্বার মাঝে ইল্ম শিক্ষাদান সম্পর্কে।
১৯১০
আবু রিফাআহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
আমি যখন নবী [সাঃআঃ]-এর নিকট পৌঁছলাম, তখন তিনি খুতবাহ দিচ্ছিলেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রসূল! এক আগন্তুক তার দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করিতে এসেছে। সে জানে না তার দ্বীন কি? বর্ণনাকারী বলেন, একটি চেয়ার আনা হল, মনে হয় এর পায়াগুলো ছিল লোহার। বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] তাতে বসে আল্লাহ তাঁকে যা শিখিয়েছেন তা আমাকে শিক্ষা দিতে লাগলেন, অতঃপর এসে তাহাঁর অবশিষ্ট খুতবাহ্ শেষ করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১৮৯৫, ইসলামিক সেন্টার- ১৯০২]