ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে আসলে এবং তৎক্ষণাৎ খাবার ইচ্ছা

ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে আসলে এবং তৎক্ষণাৎ খাবার ইচ্ছা

ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে আসলে এবং তৎক্ষণাৎ খাবার ইচ্ছা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১৬. অধ্যায়ঃ ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে আসলে এবং তৎক্ষণাৎ খাবার ইচ্ছা থাকলে তা না খেয়ে ও পেশাব-পায়খানার বেগ চেপে রেখে নামাজ আদায় করা মাকরূহ

১১২৮. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেছেনঃ রাতের খাবার উপস্থিত থাকিবে, এমন অবস্থায় যদি নামাজের ইক্বামাতও দেয়া হয় তাহলে প্রথমে খাবার খেয়ে নিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ১১২১, ইসলামিক সেন্টার- ১১৩০]

১১২৯. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ খাবার যদি সামনে হাজির করা হয় আর মাগরিবের নামাজের সময় হয়ে গেলেও নামাজ আদায়ের পূর্বেই খাবার খেয়ে নিবে। খাবার রেখে নামাজের জন্য ব্যস্ত হয়ো না।

[ইসলামিক ফাউন্ডেশন- ১১২২, ইসলামিক সেন্টার- ১১৩১]

১১৩০. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] থেকে আনাস [রাদি.] বর্ণিত আনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ১১২৩, ইসলামিক সেন্টার- ১১৩২]

১১৩১. আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কারো সামনে রাতের খাবার এসে গিয়েছে নামাজের ইক্বামাত হয়ে গিয়েছে। এমন অবস্থা হলে সে খাবার দিয়েই শুরু করিবে। [অর্থাৎ- প্রথমে খাবার খেয়ে নিবে] আবার খাবার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত নামাজের জন্য ব্যস্ত হইবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ১১২৪, ইসলামিক সেন্টার- ১১৩৩]

১১৩২. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ১১২৫, ইসলামিক সেন্টার- ১১৩৪]

১১৩৩. ইবনি আবু আতীক্ব [আবদুল্লাহ ইবনি মুহাম্মাদ ইবনি আবদুর রহ্‌মান ইবনি আবু বকর] [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, [একদিন] আমি এবং ক্বাসিম [ইবনি মুহাম্মাদ ইবনি আবু বকর] আয়িশাহ্ [রাদি.] -এর কাছে একটি হাদীস বর্ণনা করলাম। তবে ক্বাসিম বর্ণনায় অধিক ভুল-ত্রুটি করিতেন। তিনি ছিলেন উম্মু ওয়ালাদ বা দাসীর পুত্র। আয়িশাহ্ [রাদি.] তাকে বললেনঃ কি ব্যাপার ! আমার এ ভাতিজা আবদুল্লাহ ইবনি মুহাম্মাদ ইবনি আবদুর রহ্‌মান ইবনি আবু বকর যেভাবে বর্ণনা করছে সেভাবে বর্ণনা করছ না কেন? তবে আমি জানি এরূপ কি করে হয়েছে। আবদুল্লাহ ইবনি মুহাম্মাদকে শিক্ষা দিয়েছে, তার মা [যিনি স্বাধীনা] আর তোমাকে তোমার মা [যিনি ক্রীতদাসী ছিলেন] শিক্ষা দিয়েছে। একথা শুনে ক্বাসিম ইবনি মুহাম্মাদ রাগান্বিত হয়ে উঠলেন এবং আয়েশাহ [রাদি.] -এর প্রতি তীব্র ঘৃণা বিদ্বেষ প্রকাশ করিলেন। এরপর আয়েশাহ [রাদি.] -এর খাবার [দস্তরখানা] আসা [প্রস্তুতি] দেখে উঠে দাঁড়ালেন। আয়েশাহ [রাদি.] তাকে জিজ্ঞেস করলেনঃ কোথা যাচ্ছ? তিনি [ক্বাসিম ইবনি মুহাম্মাদ] বলিলেন, আমি নামাজ আদায় করব। আয়েশাহ [রাদি.] বললেনঃ বসো, অকৃতজ্ঞ কোথাকার। আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে বলিতে শুনেছি খাবার হাজির হলে কোন নামাজ আদায় চলবে না। কিংবা পায়খানা-পেশাবের বেগ নিয়ে নামাজ আদায় চলবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ১১২৬, ইসলামিক সেন্টার- ১১৩৫]

১১৩৪. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] থেকে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। তবে এ হাদীসে তিনি ক্বাসিম ইবনি মুহাম্মাদ সম্পর্কিত ঘটনাটি বর্ণনা করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ১১২৭, ইসলামিক সেন্টার- ১১৩৬]

By ইমাম মুসলিম

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply