কেনা-বেচায় প্রতারিত হওয়া
কেনা-বেচায় প্রতারিত হওয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১২. অধ্যায়ঃ কেনা-বেচায় প্রতারিত হওয়া
৩৭৫২
ইবনি উমর [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট জানাল যে, ক্রয়-বিক্রয়ে তাকে প্রতারিত করা হয়। তখন তিনি বললেনঃ তুমি যার সাথে কেনা-বেচা করিবে তাকে বলবে, কোন প্রকার প্রতারণা থাকিবে না। এরপর থেকে যখনও সে কিছু খরিদ করত, তখনই বলে দিত কোন প্রকার প্রতারণা থাকিবে না। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭১৭, ইসলামিক সেন্টার- ৩৭১৭]
৩৭৫৩
আবু বাকর ইবনি আবু শাইবাহ্ ও মুহাম্মাদ ইবনিল মুসান্না [রহমাতুল্লাহি আলাইহি] ভিন্ন ভিন্ন সূত্রে আবদুল্লাহ ইবনি দীনার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
আবু বাকর ইবনি আবু শাইবাহ্ ও মুহাম্মাদ ইবনিল মুসান্না [রহমাতুল্লাহি আলাইহি] ভিন্ন ভিন্ন সূত্রে আবদুল্লাহ ইবনি দীনার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে অনুরূপ বর্ণনা করেন। তবে এদের বর্ণিত হাদীসে এ কথাটি নেই যে, “এরপর থেকে সে যখনই কিছু ক্রয় করত তখনই বলত কোন প্রকার প্রতারণা থাকিবে না।” [ইসলামিক ফাউন্ডেশন- ৩৭১৮, ইসলামিক সেন্টার- ৩৭১৮]