কুষ্ঠ প্রভৃতি রোগাক্রান্ত ব্যক্তি হইতে বেঁচে থাকা
কুষ্ঠ প্রভৃতি রোগাক্রান্ত ব্যক্তি হইতে বেঁচে থাকা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৬. অধ্যায়ঃ কুষ্ঠ প্রভৃতি রোগাক্রান্ত ব্যক্তি হইতে বেঁচে থাকা
৫৭১৫
আমর ইবনি শারীদ [রাদি.] হইতে বর্ণীতঃ
ইয়াহইয়া ইবনি ইয়াহইয়া ও আবু বাকর ইবনি আবু শাইবাহ [রহমাতুল্লাহি আলাইহি] … আমর ইবনি শারীদ [রাদি.] এর সানাদে তাহাঁর পিতা হইতে বর্ণিত। তিনি বলেন, সাকীফ সম্প্রদায়ের প্রতিনিধি দলের মধ্য জনৈক কুষ্ঠ রোগী ছিলেন। নবী [সাঃআঃ] তার নিকট [খবর] পাঠালেন যে, আমরা তোমকে বাইআত করে নিয়েছি, তুমি ফিরে যাও। {৩০} [ইসলামিক ফাউন্ডেশন- ৫৬২৮, ই. সে.৫৬৫৭]
{৩০} হাদিসে কুষ্ঠ রোগীর সাথে একত্রে পানাহার ও উঠা বসার বিবরন পাওয়া যায়। অতএব সুন্নাহ মতে, তাদের ঘৃণা ও একঘরে করে সম্ভাব্য ও সাধারন সতর্কতা অবলম্বন বিধেয় ।