কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ …

কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ

কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৪. অধ্যায়ঃ কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ , যেখানে আশংকা থাকে তা তদের হাতে পতিত হওয়ার

৪৭৩৩. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, শত্রু একালায় কুরআন মাজীদ নিয়ে ভ্রমণ করিতে রসূলুল্লাহ [সাঃআঃ] বারণ করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৮৬, ইসলামিক সেন্টার- ৪৬৮৮]

৪৭৩৪. আবদুল্লাহ ইবনি উমর [রাদি.]-এর সূত্র হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] শত্রু দেশে কুরআন নিয়ে সফর করিতে বারণ করিতেন এই ভয়ে যে, তা শত্রুরা পেয়ে যাবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৮৭, ইসলামিক সেন্টার- ৪৬৮৯]

৪৭৩৫. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা কুরআন মাজীদ নিয়ে সফর করিবে না, কেননা শত্রু থেকে আমি তা নিরাপদ মনে করি না। রাবী আইয়ূব [রাদি.] বলেন, শত্রুরা হস্তগত করে তোমাদের সাথে তা নিয়ে বিবাদে প্রবৃত্ত হইতে পারে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৮৮, ইসলামিক সেন্টার- ৪৬৯০]

৪৭৩৬. ইবনি উমর [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে বর্ণিত হাদীসের মধ্যবর্তী রাবী ইবনি উলাইয়্যাহ ও সাকাফীর বর্ণনায় [আরবি] এবং আমি আশংকা করি রয়েছে। আর সানাদের জন্য সূত্রের মধ্যবর্তী রাবী সুফইয়ান ও যাহহাক ইবনি উসমানের বর্ণনায় [আরবী] দুশমান পেয়ে যাবে এ আশংকায় কথাটি রয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৮৯, ইসলামিক সেন্টার- ৪৬৯০/ক]

By ইমাম মুসলিম

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply