কুরআন তেলাওয়াত এবং সূ্রাহ্ আল বাক্বারাহ্ তিলাওয়াতের ফাযীলাত
কুরআন তেলাওয়াত এবং সূ্রাহ্ আল বাক্বারাহ্ তিলাওয়াতের ফাযীলাত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১০. অধ্যায়ঃ কুরআন তেলাওয়াত এবং সূ্রাহ্ আল বাক্বারাহ্ তিলাওয়াতের ফাযীলাত
১৭৫৯. আবু উসামাহ্ আল বাহিলী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]- কে বলিতে শুনেছিঃ তোমরা কুরআন পাঠ কর। কারন ক্বিয়ামাতের দিন তার পাঠকারীর জন্য সে শাফাআতকারী হিসেবে আসবে। তোমরা দুটি উজ্জল সূ্রাহ্ অর্থাৎ সূরাহ্ আল বাক্বারাহ্ এবং সূরাহ্ আল ইমরান পড়। ক্বিয়ামতের দিন এ দুটি সুরাহ্ এমনভাবে আসবে যেন তা দু খণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দু ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। আর তোমরা সুরাহ্ আল বাক্বারাহ্ পাঠ কর। এ সুরাটিকে গ্রহণ করা বারাকাতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কাজ। আর বাতিলের অনুসারীগণ এর মোকাবেলা করিতে পারে না। হাদীসটির বর্ণনাকারী আবু মুআবিয়াহ্ বলেছেন- আমি জানতে পেরেছি যে, বাতিলের অনুসারী বলে যাদুকরদের বলা হয়েছে।
[ই.ফা.১৭৪৪, ইসলামিক সেন্টার-১৭৫১]
১৭৬০. আবু মুআবিয়াহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
একই সানাদে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে তিনি [তুলনায়] উভয়স্থানে এবং সে দুটি যেন বলেছেন এবং তিনি আবু মুআবিয়াহ্ [রহমাতুল্লাহি আলাইহি] – এর উক্ত আমার কাছে তথ্য পৌছছে… উল্লেখ করেননি।
[ই.ফা.১৭৪৫, ইসলামিক সেন্টার-১৭৫২]
১৭৬১. নাও্ওয়াস ইবনি সামআন [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাঃআঃ]-কে বলিতে শুনেছি ক্বিয়ামতের দিন কুরআন ও কুরআন অনুযায়ী যারা আমল করত তাদেরকে আনা হইবে। সূরাহ্ আল বাক্বারাহ্ এবং সুরাহ্ আল ইমরান অগ্রভাগে থাকিবে। রসূলুল্লাহ [সাঃআঃ] সুরাহ্ দুটি সম্পর্কে তিনটি উদাহরণ দিয়েছিলেন যা আমি কখনো ভুলিনি। তিনি বলেছিলেনঃ এ সুরাহ্ দুটি দু খণ্ড ছায়াদানকারী মেঘের আকারে অথবা দুটি কালো চাদরের মত ছায়াদানকারী হিসেবে আসবে যার মধ্যখানে আলোর ঝলকানি অথবা সারিবদ্ধ দু ঝাঁক পাখীর আকারে আসবে এবং পাঠকারীদের পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকিবে।
[ই.ফা.১৭৪৬, ইসলামিক সেন্টার-১৭৫৩]