কাযা চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ
কাযা চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩১. অধ্যায়ঃ কাযা চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ
৫৪৫২
ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] কাযা [চুল কিছু ছেটে কিছু রাখা] নিষেধ করিয়াছেন। বর্ণনাকারী [উমর ইবনি নাফি] বলেন, আমি নাফি [রহমাতুল্লাহি আলাইহি] কে জিজ্ঞেস করলাম, কাযা কি? তিনি বলিলেন শিশুর মাথার [চুল] কিছু কামানো এবং কিছু রেখে দেয়া। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৬, ইসলামিক সেন্টার- ৫৩৯৬]
৫৪৫৩
উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোক্ত সানাদে হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু উসামাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসে তিনি কাযা শব্দের ব্যাখ্যাটিকে উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] এর কথা বলে বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৭, ইসলামিক সেন্টার- ৫৩৯৭]
৫৪৫৪
উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোক্ত সানাদে হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন। এরা উভয়ে ব্যাখ্যাটিকে [মূল] হাদীসের সাথে যুক্ত করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৮, ইসলামিক সেন্টার- ৫৩৯৮]
৫৪৫৫
ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
ইবনি উমর [রাদি.] সানাদে রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৯, ইসলামিক সেন্টার- ৫৩৯৯]