যে ব্যক্তি মুসলিম ভাইকে হে কাফির বলে করে তার ঈমানের অবস্থা
যে ব্যক্তি মুসলিম ভাইকে হে কাফির বলে করে তার ঈমানের অবস্থা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৬. অধ্যায়ঃ যে ব্যক্তি তার মুসলিম ভাইকে হে কাফির বলে সম্বোধন করে তার ঈমানের অবস্থা
১১৮
ইবনি উমার [রাঃআ:] হইতে বর্ণিতঃ
নবি [সাঃআ:] বলেছেনঃ কোন ব্যক্তি তার ভাইকে কাফির বলে আখ্যায়িত করলে সে কুফরী তাহাদের উভয়ের কোন একজনের উপর অবশ্যই ফিরে আসবে। [ই.ফা. ১১৯; ই.সে. ১২৩]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১১৯
ইবনি উমার [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেন, কেউ তার ভাইকে কাফির বলে সম্বোধন করলে উভয়ের একজনের উপর তা ফিরে আসবে। যাকে কাফির বলা হয়েছে সে কাফির হলো তো হলোই, নতুবা কথাটি বক্তার উপরই ফিরে আসবে। [ই.ফা. ১২০; ই.সে. ১২৪]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস