যে ব্যক্তি কোন কাফিরকে হত্যা করে নিজেও সঠিক পথে চলল
যে ব্যক্তি কোন কাফিরকে হত্যা করে নিজেও সঠিক পথে চলল >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৬. অধ্যায়ঃ যে ব্যক্তি কোন কাফিরকে হত্যা করে নিজেও সঠিক পথে চলল
৪৭৮৯
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ কাফির এবং তার হত্যাকারী [মুমিন] কখনও জাহান্নামে একত্রিত হইবে না। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৪২, ইসলামিক সেন্টার- ৪৭৪৩]
৪৭৯০
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ এমন দুব্যক্তি জাহান্নামে একত্রিত হইবে না যে, একের উপস্থিতি অন্যকে বিব্রত করে। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]! কারা এ দুব্যক্তি? তিনি বলিলেন, সে মুমিন ব্যক্তি যে কোন কাফিরকে হত্যা করেছে তারপর নিজে ন্যায় পথে চলেছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৪৩, ইসলামিক সেন্টার- ৪৭৪৪]