কবরের উপর বসা এবং নামাজ আদায় করা প্রসঙ্গে
কবরের উপর বসা এবং নামাজ আদায় করা প্রসঙ্গে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৩. অধ্যায়ঃ কবরের উপর বসা এবং নামাজ আদায় করা প্রসঙ্গে
২১৩৮
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেন তোমাদের কারো জলন্ত আঙ্গারের উপর বসে থাকা এবং তাতে তার কাপর পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধীভুত হওয়া কবরের উপর বসার চেয়ে উত্তম। [ইসলামিক ফাউন্ডেশন- ২১১৭, ইসলামিক সেন্টার- ২১২০]
২১৩৯
কুতায়বাহ্ ইবনি সাঈদ, আমর আন্ নাক্বিদ [রহমাতুল্লাহি আলাইহি]…. উভয়েই সুহায়ল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
সানাদে অনুরুপ বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ২১১৮, ইসলামিক সেন্টার- ২১২১]
২১৪০
আবু মারসাদ আল গানাবি [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন রাসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাতও আদায় করিবে না। [ইসলামিক ফাউন্ডেশন- ২১১৯, ইসলামিক সেন্টার- ২১২২]
২১৪১
আবু মারসাদ আল গানবী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি: তোমরা কবরের দিকে সালাত আদায় করো না এবং কবরের উপর বসো না। [ইসলামিক ফাউন্ডেশন- ২১২০, ইসলামিক সেন্টার- ২১২৩]