অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে [খাবার পর] ওযূ করা সম্পর্কে {৯৭}
অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে [খাবার পর] ওযূ করা সম্পর্কে {৯৭} >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৩. অধ্যায়ঃ অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি থেকে [খাবার পর] ওযূ করা সম্পর্কে {৯৭}
{৯৭} অগ্নি স্পৃষ্ট দ্রব্যাদি খাবার পর ওযূ করা। ঈমাম নাবাবী [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, ঈমাম মুসলিম [রহমাতুল্লাহি আলাইহি] এ অধ্যায়ে প্রথমে এ সকল হাদীসের উল্লেখ করিয়াছেন, যেগুলোর দ্বারা সাব্যস্ত হয় যে, আগুনের দ্বারা পাকানো খাদ্যবস্তু খেলে ওযূ নষ্ট হয়ে যায়। অতঃপর ঐ সকল হাদীসের বর্ণনা পেশ করিয়াছেন, যেগুলোর দ্বারা প্রমানিত হয়েছে যে, এ ধরনের খাবার খেলে ওযূ নষ্ট হয় না। সুতরাং প্রথমে উল্লেখিত হাদীসসমুহ মানসুখ [রহিত]। এ ব্যাপারে পূর্ববর্তী জমহুর উলামায়ে কিরাম, সাহাবায়ি কিরাম ও তাবিঈনে প্রায় ঐকমত্য ঘোষণা করিয়াছেন। তবে যে কোন জিনিস খাওয়ার পর কুলি করা এবং হাত-মুখ ভাল করে ধুয়ে ফেলা মুস্তাহাব [নাবাবী]
৬৭৪
যায়দ ইবনি সাবিত [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি তিনি বলেছেন, আগুনে পাকানো খাবার খেয়ে ওযূ করিতে হইবে। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৮, ইসলামিক সেন্টার- ৬৯৩]
৬৭৫
ইবনি শিহাব বলেন, উমর ইবনি আবদুল আযীয [রহমাতুল্লাহি আলাইহি] তাঁকে বলেছেন, আবদুল্লাহ ইবনি ইব্রাহীম ইবনি কারিয [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি একদিন আবু হুরায়রা [রাদি.]- কে মাসজিদের সামনে ওযূ করিতে দেখেছেন। আবু হুরায়রা[রাদি.] বলেন, আমি কয়েক টুকরো পনির খেয়েছি, তাই ওযূ করছি। কেননা, আমি রাসুলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি। তোমরা আগুনের রান্না করা খাবার খেলে ওযূ করিবে। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৮, ইসলামিক সেন্টার- ৬৯৩]
৬৭৬
ইবনি শিহাব হইতে বর্ণীতঃ
আমি সাঈদ ইবনি খালিদ ইবনি আম্র ইবনি উসমান –এর কাছে এ হাদীসটি বর্ণনা করেছিলাম। তখন তিনি আমাকে বলিলেন যে, তিনি আগুনে পাকানো খাবার খেয়ে ওযূ করা সম্পর্কে উরওয়াহ্ন ইবনি যুবায়রকে জিজ্ঞেস করিলেন, তিনি বলিলেন, আমি নবী [সাঃআঃ]-এর স্ত্রী আয়েশাহ [রাদি.]- কে বলিতে শুনেছি তিনি বলেছেন, তোমরা আগুনে রান্না করা খাবার খেয়ে ওযূ করিবে। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৮, ইসলামিক সেন্টার- ৬৯৩]