ওযূর ফযিলত
ওযূর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ ওযূর ফযিলত
৪২২
আবু মালিক আল আশআরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: পবিত্রতা হল ঈমানের অর্ধেক অংশ। আলহাম্দু লিল্লা-হ মিযানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে এবং “সুবহানাল্লা-হ ওয়াল হাম্দুলিল্লা-হ” আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দিবে। নামাজ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি। সদাকাহ্ হচ্ছে দলীল। ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়। আর আল কুরআন হইবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ স্বরূপ। বস্তুতঃ সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমালের বিনিময়ে বিক্রি করে। তার আমাল দ্বারা সে নিজেকে [আল্লাহর আযাব থেকে] মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে। [ইসলামিক ফাউন্ডেশন- ২য় খন্ড, ৪২৫; ইসলামিক সেন্টার- ৪৪১]
এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস