ঋতুবতী মহিলা এর সাথে মেলামেশা করা
ঋতুবতী মহিলা এর সাথে মেলামেশা করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ পরিহিত কাপড়ের ওপরে ঋতুবতী মহিলা এর সাথে মেলামেশা করা।
৫৬৬
আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমাদের কেউ যখন ঋতুবতী হয়ে পড়ত তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] এর নির্দেশে সে পরিহিত কাপড় ভাল করে বেঁধে নিত। অতঃপর রসূলূল্লাহ্ [সাঃআঃ] তার সাথে মেলামেশা করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৭০, ইসলামিক সেন্টার- ৫৮৬]
এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৫৬৭
আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমাদের কেউ যখন ঋতুবতী হয়ে পড়ত তখন রসূলূল্লাহ্ [সাঃআঃ] তার হায়িয আসার স্থানে তাকে শক্ত করে কাপড় বেঁধে নেয়ার নির্দেশ দিতেন। অতঃপর তার সাথে মেলামেশা করিতেন। তিনি {আয়িশাহ্ [রাদি.]} বলেন, তোমাদের মধ্যে কে তার যৌনকামনা সেরূপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম-রসূলুল্লাহ্ [সাঃআঃ] যেরূপ যৌন কামনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন? [ইসলামিক ফাউন্ডেশন- ৫৭১, ই.সে ৫৮৭]
এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৫৬৮
মাইমুনাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলূল্লাহ্ [সাঃআঃ] তাহাঁর সহধর্মিণীদের সাথে পরিহিত কাপড়ের উপর ঋতুর অবস্থায় মেলামেশা করিতেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৭২, ইসলামিক সেন্টার- ৫৮৮]
এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস