উমরায় চুল খাটো করা
উমরায় চুল খাটো করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৩. অধ্যায়ঃ উমরায় চুল খাটো করা
২৯১১
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
মুআবিয়াহ [রাদি.] আমাকে বলিলেন, তুমি কি জান আমি কাঁচি দিয়ে মারওয়াহ্ পাহাড়ের নিকট রসূলুল্লাহ [সাঃআঃ]-এর মাথার চুল ছেঁটে দিয়েছি? আমি তাঁকে বললাম, এটা আপনার বিরুদ্ধে দলীল। [ইসলামিক ফাউন্ডেশন- ২৮৮৭, ইসলামিক সেন্টার- ২৮৮৬]
২৯১২
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
মুআবিয়াহ ইবনি আবু সুফ্ইয়ান [রাদি.] তাকে অবহিত করে বলেছেন, আমি মারওয়াহ্ পাহাড়ে একটি কাঁচির সাহায্যে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর মাথার চুল ছেঁটে দিয়েছি। অথবা আমি [অধঃস্তন রাবীর সন্দেহ] মারওয়াহ্ পাহাড়ের উপর কাঁচির সাহায্যে তাহাঁর মাথার চুল ছাঁটতে দেখেছি। [ইসলামিক ফাউন্ডেশন- ২৮৮৮, ইসলামিক সেন্টার- ২৮৮৭]
২৯১৩
আবু সাঈদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা উচ্চৈঃস্বরে হজ্জের তালবিয়াহ পাঠ করিতে করিতে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর সঙ্গে রওনা হলাম। আমরা মাক্কায় পৌঁছলে তিনি আমাদের তা উমরায় পরিণত করার নির্দেশ দিলেন। তালবিয়ার দিন এলে আমরা হজ্জের ইহরাম বেঁধে মিনার দিকে রওনা হলাম। [ইসলামিক ফাউন্ডেশন- ২৮৮৯, ইসলামিক সেন্টার- ২৮৮৮]
২৯১৪
জাবির [রাদি.] ও আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তারা বলেন, আমরা উচ্চৈঃস্বরে হজ্জের তালবিয়াহ পাঠ করিতে করিতে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর সাথে মাক্কায় উপনীত হলাম। [ইসলামিক ফাউন্ডেশন- ২৮৯০, ইসলামিক সেন্টার- ২৮৮৯]
২৯১৫
আবু নায্রাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.]-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলিল, [তামাত্তু হজ্জ ও মুত্আহ্ বিবাহ] সম্পর্কে ইবনি আব্বাস ও ইবনি যুবায়র [রাদি.]-এর মধ্যে মতবিরোধ চলছে। জাবির [রাদি.] বলিলেন, আমরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর যুগে তা করেছি। এরপর উমর [রাদি.] আমাদের তা করিতে নিষেধ করেন। অতএব আমরা আর কখনও তা করিনি। [ইসলামিক ফাউন্ডেশন- ২৮৯১, ইসলামিক সেন্টার- ২৮৯০]