ইমামের পিছনে উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করা মুক্তাদীদের নিষেধ
ইমামের পিছনে উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করা মুক্তাদীদের নিষেধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১২. অধ্যায়ঃ ইমামের পিছনে উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করা মুক্তাদীদের জন্য নিষেধ
৭৭৩
ইমরান ইবনি হুসাইন [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদেরকে যুহ্র অথবা আস্র-এর নামাজ আদায় করালেন। নামাজ শেষে তিনি জিজ্ঞেস করিলেন, তোমাদের মধ্যে কে আমার পিছনে [আরবি] [সুরা আলা] পাঠ করেছ? এক ব্যক্তি বলিল, আমি। এর মাধ্যমে কল্যাণই কামনা করেছিলাম। তিনি বলিলেন, আমি জানতে পেরেছি তোমাদের মধ্যে কেউ কেউ আমার কাছ থেকে কুরআন ছিনিয়ে নিচ্ছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৭০, ইসলামিক সেন্টার-৭৮২]
৭৭৪
ইমরান ইবনি হুসায়ন [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] যুহরের নামাজ আদায় করিলেন। এক লোক তাহাঁর পিছনে সুরা সাব্বিহিস্মা রাবি্কাল আলা-” পাঠ করিল। নামাজ শেষে নবী[সাঃআঃ] জিজ্ঞেস করলেনঃ কে সুরা পাঠ করেছে? লোকটি বলিল, আমি। তিনি বললেনঃ আমি অনুসন্ধান করেছি তোমাদের কেউ কেউ আমার কাছ থেকে [কুরআন] পাঠ ছিনিয়ে নিচ্ছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৭১, ইসলামিক সেন্টার-৭৮৩]
৭৭৫
কাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] যুহরের নামাজ আদায় করিলেন এবং বললেনঃ আমি জানতে পেরেছি তোমাদের কেউ কেউ আমার কাছ থেকে [কুরআন] ছিনিয়ে নিচ্ছো। [ইসলামিক ফাউন্ডেশন- ৭৭২, ইসলামিক সেন্টার-৭৮৪]