আল্লাহ রাঃসাঃ এর দ্বারা আহলে কিতাব দের মুখোশ উম্মোচণ

আল্লাহ রাঃসাঃ এর দ্বারা আহলে কিতাব দের মুখোশ উম্মোচণ

আল্লাহ রাঃসাঃ এর দ্বারা আহলে কিতাব দের মুখোশ উম্মোচণ << নবুওয়তের মুজিযা হাদীসের মুল সুচিপত্র দেখুন

তেত্রিশতম পরিচ্ছেদ -আল্লাহ রাঃসাঃ এর দ্বারা আহলে কিতাব দের মুখোশ উম্মোচণ করেছেন।

আবদুল্লাহ্ ইবনু উমর রাদি. আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ইহুদীগণ রাসূলুল্লাহ্ রাঃসাঃ এর নিকট এসে জানাল তাদের একজন পুরুষ ও একজন নারী যিনা করেছে। তখন রাসূলুল্লাহ্ রাঃসাঃ তাদেরকে জিজ্ঞাসা করিলেন যে, তোমরা তাওরাতে রজম সম্পর্কে কি পাচ্ছ? তারা বলল, তাদেরকে অপমান ও কশাঘাত করা হয়। আবদুল্লাহ্ ইবনু সালাম রাদি. আনহু বলিলেন, তোমার মিথ্যে বলেছ। তাওরাতে অবশ্যই রজমের উল্লেখ রয়েছে। তারা তাওরাত নিয়ে এল এবং তা খুলল। আর তাদের একজন রজমের আয়াতের ওপর হাত রেখে দিয়ে তার আগপিছ পাঠ করল। তখন আবদুল্লাহ্ ইবনু সালাম রাদি. আনহু বলিলেন, তোমার হাত উঠাও। সে তার হাত উঠালে দেখা গেল যে, তাতে রজমের আয়াত বিদ্যমান রয়েছে। তারা বলল, আবদুল্লাহ্ ইবনু সালাম সত্যই বলিয়াছেন। হে মুহাম্মদ! তাতে রজমের আয়াত সত্যই বিদ্যমান রয়েছে। তখন রাঃসাঃ তাদের উভয় সম্বন্ধে নির্দেশ করিলেন এবং তাদের উভয়কে রজম করা হল। আমি দেখলাম, পুরুষটি নারীটির ওপর উপুড় হয়ে আছে। সে তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করছে।[1]


[1] সহিহ বুখারি, হাদিস নম্বর ৬৮৪১।

Leave a Reply