আসরের সুন্নত এর বিবরণ -রিয়াদুস সালেহিন হাদিস থেকে
আসরের সুন্নত এর বিবরণ -রিয়াদুস সালেহিন হাদিস থেকে >> রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন
পরিচ্ছেদ – ২০০: আসরের সুন্নত এর বিবরণ
1/1126. عَن عَلِيِّ بنِ أَبِي طَالِبٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ، يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ
১/১১২৬। আলী ইবনি আবী তালেব রাঃআঃ হইতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাঃআঃ আসরের ফরয নামাযের আগে চার রাকআত সুন্নত পড়তেন। তার মাঝখানে নিকটবর্তী ফেরেশতাবর্গ ও তাঁদের অনুসারী মুসলিম ও মুমিনদের প্রতি সালাম পেশ করার মাধ্যমে পার্থক্য করিতেন।’ [অর্থাৎ চার রাকআতে দু’ রাকআত পর পর সালাম ফিরতেন।] [তিরমিযী হাসান][1]
2/1127 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «رَحِمَ اللهُ امْرَءاً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعاً». رواه أبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ.
২/১১২৭। ইবনি উমার রাঃআঃ হইতে বর্ণিত, নবী সাঃআঃ বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত সুন্নত পড়ে।” [আবূ দাঊদ, তিরমিযী হাসান][2]
3/1128 وعنْ عليِّ بن أَبي طالبٍ، رَضِيَ اللَّه عنهُ، أَنَّ النبيَّ صلى الله عليه وسلم كانَ يُصَلِّي قَبْلَ العَصرِ رَكْعَتَيْنِ .
৩/১১২৮। আলী ইবনু আবী ত্বালিব রাঃআঃ হইতে বর্ণিত, রসুলুল্লাহ সাঃআঃ [মাঝে মাঝে] আসরের আগে দু রাক‘আত [সুন্নাত] পড়তেন। [আবূ দাউদ] হাদিসটি দুর্বল।[3]
[1] তিরমিযী ৪২৯, ইবনু মাজাহ ১১৬১
[2] আবূ দাউদ ১২৭১, তিরমিযী ৪৩০
[3] আমি (আলবানী) বলছিঃ কিন্তু ‘তিনি আসরের পূর্বে দু’রাক‘আত আদায় করতেন’ এ ভাষায় হাদীসটি শায। মাহফূয বা নিরাপদ হচ্ছে “তিনি আসরের পূর্বে চার রাক‘আত সলাত আদায় করতেন’। “দ্ব‘ঈফ আবী দাঊদ” গ্রন্থে (নং ২৩৫) এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আবূ দাউদ ১২৭২, তিরমিযী ৪২৯।