পানাহারের পর আল হাম্দু লিল্লা-হ বলা মুস্তাহাব
পানাহারের পর আল হাম্দু লিল্লা-হ বলা মুস্তাহাব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৪. অধ্যায়ঃ পানাহারের পর আল হাম্দু লিল্লা-হ বলা মুস্তাহাব
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
৬৮২৫ : আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ অবশ্যই আল্লাহ তাআলা সে বান্দার উপর সন্তুষ্ট, যে খাদ্য গ্রহণের পরে তার জন্য আল হাম্দু লিল্লা-হ পড়ে এবং পানীয় পান করার পরে তার কৃতজ্ঞতা [স্বীকার] করে আল হাম্দু লিল্লা-হ বলে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮২, ইসলামিক সেন্টার- ৬৭৩৬]
৬৮২৬ : আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮২, ইসলামিক সেন্টার- ৬৭৩৭]