আল মুজাম আস সাগির -সুলাইমান ইবনে আহমাদ আত তাবারানি
হাদীসঃ আল মুজাম আস সাগির
লেখকঃ সুলাইমান ইবনে আহমাদ আত তাবারানি
সম্পূর্ণ নামঃ আবুল কাসিম সুলাইমান ইবনে আহমাদ ইবনে আইয়ূব ইবনে মুতায়ুইর আল লাখমি আশ শামী আত তাবারানী
জন্মঃ ২৬০ হিজরী
ম্রিতুঃ ৩৬০ হিজরী
আল মুজাম আস সাগির ডাউনলোড
সুলাইমান ইবনে আহমাদ আত তাবারানি
ইমাম আল তাবারানী ২৬০ হিজরীতে করিয়াছেনতাবারিয়া আস-শামকরিয়াছেন এ জন্মগ্রহণ করেন। তিনি এক হাজারেরও বেশি আলেম (মুহাদ্দিস) থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি তাঁর জ্ঞানের তৃষ্ণা নিবারণে বহু অঞ্চল ঘুরে বেড়ান যার মধ্যে সিরিয়া, হারামায়েন তাইয়েবায়েন(মক্কা, মদিনা), ইয়েমেন, মিশর, বাগদাদ, কুফা, বসরা এবং ইসফাহান ইত্যাদি রয়েছে। (১)। তিনি বহু হাদীস গ্রন্থ রচনা করেছিলেন, এর মধ্যে হল- আল মুকরিয়াছেনজাম আল কবির, আল মুজাম আল আওসাত এবং আল মুজাম আস সাগীর। সাইয়্যিদুনা আবুল আব্বাস আহমদ বিন মনসুর বলেছেন: আমি ইমাম তবারানীর কাছ থেকে তিন লক্ষ হাদীস বর্ণনা/সংগ্রহ করেছি। (২) তিনি তার শেষ জীবনের বেশিরভাগ সময় ইরানের ইস্ফাহানে বসবাস করেন এবং ২৭শে জিলকদ (৩) ৩৬০ হিঃ তিনি মারা যান। (৩)(৪)
তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন: আহমদ বিন আমর ইবনে আবদুল খালিক আল বাসরী এবং আবু বকর আল বাজজার।
আল মুজাম আস সাগির – যেখানে তার প্রত্যেক হুজুরের কাছ থেকে একটি হাদীস রয়েছে।
ভাই এটার তো বাংলা pdf লিংক নাই দয়া করে বাংলা pdf লিংক দেন