আল্লাহর রাস্তায় ব্যয়কারী ও ব্যয় করিতে কৃপণতাপ্রকাশকারী সম্পর্ক
আল্লাহর রাস্তায় ব্যয়কারী ও ব্যয় করিতে কৃপণতাপ্রকাশকারী সম্পর্ক >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৭. অধ্যায়ঃ আল্লাহর রাস্তায় ব্যয়কারী ও ব্যয় করিতে কৃপণতাপ্রকাশকারী সম্পর্ক
২২২৬
আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ প্রত্যেক বান্দা যখন সকালে ওঠে দুজন মালাক [ফেরেশতা] অবতীর্ণ হন। তাদের জনৈক বলেন, “হে আল্লাহ! খরচকারীর ধন আরো বাড়িয়ে দাও” এবং দ্বিতীয়জন বলেন, “হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দাও।” [ইসলামিক ফাউন্ডেশন- ২২০৫, ইসলামিক সেন্টার- ২২০৬]