আরোহী পথচারীকে এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম করিবে
আরোহী পথচারীকে এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম করিবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ আরোহী পথচারীকে এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম করিবে
৫৫৩৯
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ সওয়ারী পদচারীকে, পদচারী বসে থাকা লোককে এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম করিবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৬১, ইসলামিক সেন্টার- ৫৪৮৩]