সমস্ত আরাফার ময়দান ই মাওক্বিফ [অবস্থানস্থল]
সমস্ত আরাফার ময়দান ই মাওক্বিফ [অবস্থানস্থল] >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২০. অধ্যায়ঃ সমস্ত আরাফার ময়দান ই মাওক্বিফ [অবস্থানস্থল]
২৮৪২
জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তার এ হাদীসে রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ “আমি এখানে কুরবানী করেছি এবং মিনার গোটা এলাকা কুরবানীর স্থান। অতএব তোমরা যার যার অবস্থানে কুরবানী কর। আর আমি এখানে অবস্থান করছি এবং গোটা আরাফাহ্ই অবস্থানস্থল [মাওক্বিফ], মুযদালিফার সবই অবস্থানস্থল এবং আমি এখানে অবস্থান করছি।” [ইসলামিক ফাউন্ডেশন- ২৮১৯, ইসলামিক সেন্টার- ২৮১৭]
২৮৪৩
জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] যখন মাক্কায় এসে পৌঁছলেন প্রথমে হাজারে আসওয়াদের নিকট এসে তাতে চুমু খেলেন, অতঃপর ত্বওয়াফ করিলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ২৮২০, ইসলামিক সেন্টার- ২৮১৮]