প্রত্যেক দুআযানের [ আযান ও ইক্বামাত] মাঝে রয়েছে নামাজ
প্রত্যেক দুআযানের [ আযান ও ইক্বামাত] মাঝে রয়েছে নামাজ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৪. অধ্যায়ঃ প্রত্যেক দুআযানের [ আযান ও ইক্বামাত] মাঝে রয়েছে নামাজ
১৮২৫
আবদুল্লাহ ইবনি মুগাফ্ফাল আল মুযানী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ প্রতি দুআযানের মাঝখানে নামাজ আছে। তিনি কথাটি তিনবার বলেন। তৃতীয়বারে তিনি বলেনঃ যে তা আদায় করিতে চায় তার জন্য। [ইসলামিক ফাউন্ডেশন- ১৮১০, ইসলামিক সেন্টার- ১৮১৭]
১৮২৬
আবদুল্লাহ ইবনি মুগাফ্ফাল [রাদি.] নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে তিনি চতুর্থবারে বলেছেনঃ যার ইচ্ছা হয়। [ইসলামিক ফাউন্ডেশন- ১৮১১, ইসলামিক সেন্টার- ১৮১৮]